ইতালি

ইতালিতে টেনিস বল আকারের শিলাবৃষ্টি, আহত শতাধিক

7156_IMG_5003.jpeg

চলতি বছর ইউরোপজুড়েই আবহাওয়ার বিরূপ আচরণ লক্ষ্য করা গেছে। এবার ওই অঞ্চলের ইতালিতে টেনিস বল আকারের শিলাবৃষ্টি হয়েছে। এতে শতাধিক মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতভর ইতালির উত্তরাঞ্চচলীয় ভেনেতো এলাকার শহর ও গ্রামে এই শিলাবৃষ্টি হয়।

জানা গেছে, বৃষ্টির মধ্যে হঠাৎ করেই আকাশ থেকে পড়তে থাকে টেনিস বল আকারের শিলা। এই শিলা দেখে অবাক হয়ে যান স্থানীয়রা। হঠাৎ এই বৃহৎ আকারের শিলা দেখে অবাক হয় স্থানীয় প্রশাসনও। শিলা বৃষ্টি শেষ হওয়ার পর দেশটির জরুরি পরিষেবার কাছে কমপক্ষে ৫০০টি কল আসে। তাদের সবাই জানান, শিলার আঘাতে তাদের বাড়ি-ঘর বা অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ কেউ আহত হওয়ার খবরও জানান।

শিলার এমন অস্বাভাবিক আকার দেখে অনেকে মোবাইলে ভিডিও ধারণ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। জানা গেছে, কয়েকটি শিলার আকার ডায়ামিটারে ১০ সেন্টিমিটার পর্যন্ত ছিল।

সাধারণ মানুষ সবচেয়ে বেশি আহত হয়েছেন জানালার কাঁচ ভেঙে। এছাড়া শিলার আঘাতে অসংখ্য গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতালিতে যখন শিলা ঝড় ও বৃষ্টি দেখা গেল— ঠিক তখনই ইউরোপের কয়েকটি দেশ অসহনীয় তাপমাত্রায় পুড়ছে। এছাড়া ইতালিতেও তীব্র দাবদাহ দেখা গেছে। সূত্র: সিএনএন’

সর্বাধিক পঠিত


ভিডিও