বাংলাদেশ

আবারও আমির হামজা বক্তা হওয়ায় মেলেনি মাহফিলের অনুমতি!

8896_IMG_3605.jpeg

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুরে রোববার (৩ মার্চ) অনুষ্ঠিতব্য একটি ওয়াজ মাহফিলে প্রধান বক্তা মুফতি আমির হামজা হওয়ায় ওই মাহফিলের অনুমতি দেয়নি পুলিশ।

মাহফিল আয়োজক কমিটির সদস্য কবিরুল ইসলাম কবির জানান, রোববার চরমোহনপুর চৌমুহনী ইসলামী পাঠাগার ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাসকে প্রধান অতিথি করা হয়েছে। 

ওই মাহফিলে মুফতি আমির হামজা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মর্মে আয়োজক কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর থানায় অনুমতির জন্য আবেদন করে। এ ছাড়া জেলা শহরে মাইকিং করে প্রচারণা করা হয়। তবে শুক্রবার (১ মার্চ) পুলিশ প্রশাসনের লোকজন এসে আয়োজকদের জানান মুফতি আমির হামজা বক্তা হিসেবে থাকলে মাহফিল করা যাবে না।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘মুফতি আমির হামজা সরকার কর্তৃক নিষিদ্ধ বক্তা। তাই তিনি বক্তা হিসেবে থাকলে মাহফিল করা যাবে না। তবে আমির হামজা ছাড়া অন্য বক্তা থাকলে মাহফিলে পুলিশের আপত্তি নেই।’

প্রসঙ্গত, ২০২১ সালের ২৪ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল। তার নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। গত বছরের ৭ ডিসেম্বর কারামুক্ত হন তিনি।

সর্বাধিক পঠিত


ভিডিও