যুক্তরাজ্য

৩০ অক্টোবর ২০২৫, ১১:১০
আরও খবর

Boots এবং TK Maxx-এর জরুরি সতর্কবার্তা

12447_123.jpg

ব্রিটেনে বিক্রি হওয়া জনপ্রিয় টিভি ও চলচ্চিত্রভিত্তিক এনামেল মগে ভারী ধাতুর উপস্থিতি পাওয়া যাওয়ায় এগুলো দ্রুত বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে Boots এবং TK Maxx। এতে হাজারো ক্রেতা সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন বলে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, এনামেল আবরণ থেকে ক্ষতিকর ভারী ধাতু গরম পানীয়ের সঙ্গে মিশে শরীরে প্রবেশ করতে পারে এবং দীর্ঘমেয়াদে তা গুরুতর স্বাস্থ্য সমস্যা তৈরি করতে সক্ষম।

ফার্মেসি চেইন Boots জানায়, Game of Thrones Mug & Sock Set, Rick & Morty Mug & Keyring এবং Batman Mug & Sock Set–এই তিনটি Blue Sky Designs–এর উপহার সেটে ভারী ধাতুর উপস্থিতি শনাক্ত হওয়ায় সেগুলো বিক্রি বন্ধ করা হয়েছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদেরকে অবিলম্বে সংশ্লিষ্ট মগ ব্যবহার বন্ধ করে নিকটস্থ স্টোরে ফেরত দেওয়ার অনুরোধ করেছে। রিফান্ড পেতে কোনো ক্রয় রসিদের প্রয়োজন নেই।

অন্যদিকে TK Maxx মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্টোরে পাওয়া Harry Potter, South Park, SpongeBob এবং Teenage Mutant Ninja Turtles–থিমযুক্ত চারটি মগের লটে একই ধরনের সমস্যা শনাক্ত হওয়ার পর সেগুলোর জরুরি রিকল ঘোষণা করেছে। পরীক্ষায় দেখা গেছে, এসব মগের এনামেল আবরণ অনুমোদিত সীমার চেয়ে বেশি ভারী ধাতু নিঃসরণ করতে পারে, যা খাবার বা পানীয় ব্যবহারের ক্ষেত্রে স্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের “অবিলম্বে ব্যবহার বন্ধ করতে” বলেছে এবং যেকোনো TK Maxx বা Homesense শাখায় ফেরত দিলে পূর্ণ মূল্য ফেরতের নিশ্চয়তা দিয়েছে।

যেসব গ্রাহক এই মগগুলো উপহার হিসেবে দিয়েছেন, তাদের প্রাপকদেরও দ্রুত অবগত করতে পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সম্ভাব্য ক্ষতি এড়ানো যায়। সহায়তার জন্য Blue Sky Designs–এর সঙ্গে ফোনে 0800 980 3901 অথবা ই-মেইলে recall@blueskystudios.co.uk

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও