সারা বিশ্ব

তাজিকিস্তানে পালিয়েছেন সালেহ, আত্মগোপনে মাসুদ

পাঞ্জশিরের পতন ঘটেছে তালেবানের হাতে। এর মধ্য দিয়ে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে এসেছে তালেবানের হাতে। সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ তাজিকিস্তানে এবং আহমদ মাসুদ আত্মগোপনে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। এ দুজনের নেতৃত্বেই পাঞ্জশিরে প্রতিরোধ আন্দোলন চলছিল।

কাবুলে তালেবানের উপস্থিতির পরপরই প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাওয়ার পর আমরুল্লাহ সালেহ নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি পালাবেন না বা আত্মসমর্পণ করবেন না।

তালেবান জানিয়েছেন, এই কয়েক দিন যারা পাঞ্জশির নিয়ন্ত্রণ করেছিলেন, তারা কেউ এখানে নেই।

তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ মাসুদ আফগানিস্তান ত্যাগ করে প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে গেছেন।

মাসুদের বাড়িও তালেবানের নিয়ন্ত্রণে
সোমবার সকালে তালেবান দাবি করে যে প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা আহমদ মাসুদের বাড়িরও দখল নিয়েছে। নেটমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে মাসুদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তালেব যোদ্ধারা। মাসুদ আত্মগোপনে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত


ভিডিও