খেলাধুলা

২ দিনের রিমান্ডে তমুজা বেগম

28_20.jpg

নরসিংদীর শিবপুরে  খৈনকুট গ্রামের কিশোরী স্কুলছাত্রী আজিজাকে পুড়িয়ে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি তমুজা বেগমকে ২ দিনের রিমান্ড দিয়েছে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। গতকাল দুপুরে পুলিশ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়ায়েজ আল করুনীর আদালতে আসামি তমুজা বেগমকে হাজির করে সাতদিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে হত্যাকাণ্ডের তিনদিন অতিবাহিত হলেও প্রধান আসামি আজিজার চাচী বিউটিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি আসামিকে ধরতে সব রকমের চেষ্টা করা হচ্ছে। গত শনিবার রাতে সাতজনকে আসামি করে শিবপুর থানায় মামলা দায়ের করেন আজিজার বাবা আবদুস সাত্তার।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রেজোয়ান আহমেদ বলেন, তমুজা বেগমকে দুইদিনের রিমান্ডে আনা হয়েছে। বাকি আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি শিগগিরই সব আসামি ধরা পড়বে। এদিকে গত শনিবার রাতে গ্রেপ্তারকৃত তমুজা বেগমকে পুলিশ প্রাথমিক জিঙ্গাসাবাদ করলে বেরিয়ে আসে চাচির পরকীয়ার জের। পাল্টে যায় মোবাইল চুরির দৃশ্য। উল্লেখ্য, গত শুক্রবার রাতে নরসিংদীর শিবপুর উপজেলায় চাচির পরকীয়া দেখে ফেলায় ও মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে এক কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরী মারা যায়।

সর্বাধিক পঠিত


ভিডিও