বাংলাদেশ

জুতোপেটা খেয়ে নিজের গ্রামই ছাড়তে হয়েছিল পি কে হালদারকে

2910_download (4).jpg

কীর্তিমান পি কে হালদার এর জীবনকাহিনী যতই পরিস্ফুটিত হচ্ছে তদন্তকারী ইডি  অফিসারদের স্ক্যানারে, ততই তাঁরা বিস্মিত হয়ে যাচ্ছেন। পি কে হালদারের বাবা ছিলেন কৃষক, মা স্কুল শিক্ষিকা। বাংলাদেশের পিরোজপুরের নাজিরপুরের একটি গ্রামে দিন আনি দিন খাই অবস্থা ছিল তাঁদের। দীঘিরজান প্রাইমারি স্কুলের মেধাবী ছাত্রটির চোখে ছিল লোভ আর প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্খা। জীবনে কোনও দিন সেকেন্ড হননি পি কে হালদার ওরফে প্রশান্ত। এসএসসি পরীক্ষা খুব ভালোভাবে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হন। সেই পড়াশোনা ছেড়ে ইনস্টিটিউট অফ বিজনেস এডমিন্সট্রেশন থেকে এমবিএ করেন। এরপর ব্যাঙ্কিং সেক্টরে যোগদান এবং অবিলম্বে ম্যানেজ মাস্টার বলে পরিচিতি।

১০ বছরের ব্যাঙ্কিং অভিজ্ঞতা নিয়ে রিলায়েন্স ফিনান্সিয়াল কর্পোরেশন এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হন ২০০৯ সালে। ২০১৫ সালে এন আর বি গ্লোবাল ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর। টাকা সাইফনিং এবং দানধ্যান একসঙ্গেই চলতে থাকে

মায়ের নামে স্কুল করেন গ্রামে। কিন্তু, এই স্কুল করতে গিয়েই প্রথম পি কে হালদার এর স্বরূপ বুঝতে পারেন পিরোজপুর-নাজিরপুরের প্রভাবশালী ব্যক্তি আমজাদ খান। গ্রামে স্কুলের একটি অনুষ্ঠানে জুতোপেটা করেন আমজাদ এই পি কে হালদারকে। আর কোনোদিন গ্রামমুখী হননি তিনি। এরপর বিলাসবহুল জীবন, দামি গাড়ি, বান্ধবী- ইডি মিল খুঁজে পাচ্ছে সুদীপ্ত সেন, গৌতম কুন্ডুর জীবনের সঙ্গে। কিংবা কে বলতে পারে এদের জীবন হয়তোবা একই ছাচে গড়া!               
পাঠকের মতামত

শুধুকি পি,কে হালদার ? আমাদের ফরিদপুরে বেশ কয়েকজন হিন্দু ডাক্তার আছে ১০/১৫ বছর আগেও যারা ছিল একেবারেও অক্ষ্যাত আর অপরিচিত। অথচ আজ শতশত কোতি টাকার মালিক !! এই কদিন আগেও ডাঃ বিশ্বনাথ সাহা রয় বিশ কোটি টাকা দিয়ে কিনে নিল শহরের সবচেয়ে চৌকস যায়গা সহ মার্কেট !! এছাড়াও তার রয়েছে নিজস্ব বিলাসবহুল ৫ তলা বাড়ি। রয়েছে নামে বেনামে শতশত কোটি টাকার সম্পদ !! কই তাদের নিয়েতো কোন রিপোর্ট হয়না ?? এই পি,কে হালদারের কূকির্তী আমাদের দেশের সাংবাদিক ভাইয়েরা আগে থেকেই জানতো কই কোনদিনতো এভাবে রিপোর্ট করেননি ? আজ ভারতে গ্রেফতার হয়েছে বলেইকি সাহস পেলেন তার বিরুদ্ধে এভাবে লিখতে ?? এমন হাজারো পি,কে হালদার আর ডাঃ বিশ্বনাথ সাহা রয় এর মত দুর্নিতিবাজরা সমাজে ঘুরে বেড়ায় স্বমহিমায় !! অথচ ঋণের মাত্র এক হাজার টাকা দিতে না পেরে জেল খাটে অসহায় আদম সন্তানেরা !! এই আমাদের বাংলাদেশ !!

সর্বাধিক পঠিত


ভিডিও