বিশেষ খবর


ক্লিনিকে গিয়ে নিজের চিকিৎসা নিল বানর

3286_download (10).jpg

চিড়িয়াখানা ও সাফারি পার্কের কোনো প্রাণী আহত বা অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর পোষা প্রাণীর ক্ষেত্রে এ দায়িত্ব মালিকের। কিন্তু কোনো প্রাণী যদি চিকিৎসার জন্য নিজে নিজেই চলে যায় চিকিৎসকের কাছে, তাহলে তো অবাক হতে হয়। এমনই একটি অবাক করা ঘটনা ঘটেছে ভারতের বিহারে। সেখানে আহত একটি বানর নিজেই ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে বিহারের সাসারাম শহরে। সেখানকার ডা. এস এম আহমেদ মেডিকো ক্লিনিকে এসেছিল ওই মা বানর। আসার সময় সঙ্গে নিয়ে এসেছিল তার শাবককেও।

এ ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বানরটি রোগীর বিছানায় বসে আছে। আর চিকিৎসক লাইট জ্বালিয়ে তার ক্ষত পরীক্ষা করছেন। পরে ক্ষতস্থানটি ড্রেসিং করে দেন চিকিৎসক এস এম আহমেদ। এরপর সেই ক্ষতে মলম লাগিয়ে দেন তিনি।

ভিডিওর আরেক অংশ দেখা যায়, বানরটি ক্লিনিকে রোগীর শয্যায় শুয়ে আছে। আর ক্লিনিকের বাইরে উৎসুক মানুষের ভিড়। তাঁরা অপেক্ষা করছিলেন বানরটিকে দেখার জন্য।

বানর নিজ থেকে ক্লিনিকে চিকিৎসা নিতে এসেছে, এটা যেন বিশ্বাসই করতে পারছিলেন না অনেকে। তাঁদের চোখে ছিল বিস্ময়। তবে এই উৎসুক জনতাকে বেশিক্ষণ থাকতে দেননি চিকিৎসক। বানরটির চিকিৎসা দেওয়ার পর চিকিৎসক তাঁদের সরিয়ে দেন, যাতে বানরটি নিরাপদে ফিরে যেতে পারে।

বানরের ক্লিনিকে আসা প্রসঙ্গে এস এম আহমেদ বলেন, বানরটিকে চেম্বারে দেখে প্রথমে খানিকটা ঘাবড়ে গিয়েছিলেন তিনি। তবে পরে তিনি বুঝতে পারেন, এটি আসলে আহত। বানরটির চেহারাতেও ছিল আতঙ্ক।

টুইটারে ভাইরাল হওয়া ভিডিওটিতে বিভিন্ন ধরনের মন্তব্য এসেছে। একজন লিখেছেন, ‘এটাই মানবতা।’ ওই চিকিৎসককে প্রশংসায় ভাসিয়েছেন অনেকে।

সর্বাধিক পঠিত


ভিডিও