সংস্কৃতি ও বিনোদন

ওমর সানিকে গুলির হুমকির অভিযোগ জায়েদ খানের বিরুদ্ধে

3321_download (1).jpg

অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করে রোববার দিবাগত রাত ১২ টা ৫০ মিনিটে মানবজমিনকে জায়েদ খান বলেছেন, ওমর সানী মাতাল ছিল, সেরকম কোনো ঘটনা ঘটেনি। আমার কাছে পিস্তলই ছিল না। 

উদ্দেশ্যেপ্রণোদিতভাবে এরকম অভিযোগ আনা হয়েছে আমার বিরুদ্ধে। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। এই নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক নেতা আরও বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হয়েছে। সেটা এখনও চলমান। সাধারণ সম্পাদক পদে নিয়ে শুনানি আছে। তাই আমার উপর চাপ সৃষ্টি করার জন্যই এসব বলা হচ্ছে। বক্তব্যের সত্যতা জানতে জায়েদ খান এই প্রতিবেদকে মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

তবে মনোয়ার হোসেন  ডিপজল এ বিষয়ে তেমন কিছু বলতে আগ্রহ প্রকাশ করেননি। তিনি বলেন, হয়ত আগে থেকে তাদের মধ্যে রাগারাগি ছিল। সম্ভবত এ কারণেই ঘটনাটি ঘটেছে। আমি বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম। এর চেয়ে বেশি কিছু জানি না। আর এই অভিযোগ প্রসঙ্গে ওমর সানির সঙ্গে যোগযোগ করা হলে সংবাদমাধ্যমকে তিনি বলেন, বেয়াদবির একটা সীমা আছে। ও (জায়েদ খান) ইন্ডাস্ট্রিতে থেকে সবার সঙ্গে বেয়াদবি করবে, নারীদের সঙ্গে বিকৃত আচরণ করবে, এসবের একটা সীমা আছে। সে মৌসুমীর সঙ্গে বেয়াদবি করার চেষ্টা করেছে। আরও কিছু বিষয় আছে। 

এ সময় জায়েদ খানকে চড় মারার কথা উল্লেখ করে নব্বই দশকের এই সুপারস্টার আরও বলেন, আমি গিয়েই চড় মেরেছি। সে আমাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে। তখন আমি একটি গালি দিয়েছি তাকে। এ সময় রোজিনা আপা, অঞ্জনা আপা, সুচরিতা আপা, ওনারা উপস্থিত ছিলেন। এর চেয়ে বেশি কিছু আপাতত বলতে পারব না। উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে উপস্থিত থাকা কয়েকজনের দাবির প্রেক্ষিতে গণমাধ্যমে খবর হয়েছে, কয়েকদিন আগে মৌসুমীর সঙ্গে জায়েদ খান খারাপ আচরণ করেছেন। সে কারণে অনুষ্ঠানে ঢুকেই ওমর সানী সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তারপর জায়েদ এমন কাণ্ড ঘটিয়েছেন।

সর্বাধিক পঠিত


ভিডিও