মধপ্রাচ্য

মিশর সফরে গেলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

3467_download (2).jpg

রাষ্ট্রীয় সফরে মিশরে গেলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি। মিশর সফর শেষে বিন সালমানের জর্ডান এবং তুরস্ক সফরের কথা রয়েছে। এসব দেশের নেতাদের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে আলোচনা করবেন। এ খবর দিয়েছে আরব নিউজ।

খবরে জানানো হয়, মিশর ও সৌদি আরবের সম্পর্ক বরাবরই বেশ শক্তিশালী। আরব বিশ্বে এই দুই দেশের মিত্রতার ব্যাপক প্রভাবও দেখা যায়। ঐতিহাসিকভাবেই দেশ দুটি একে অপরের সঙ্গে যুক্ত ছিল। আধুনিক সময়েও ১৯৩৬ সাল থেকে মিশর সৌদি আরবের সবথেকে ভাল বন্ধুদের একটি হয়ে আছে। এরপর নানা বাধা বিপত্তির মধ্যেও দুই দেশ নিজেদের মধ্যে দারুণ সম্পর্ক ধরে রেখেছে।

বিন সালমানের এই সফর নিয়ে মিশরে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ওসামা বিন আহমেদ নুগালি বলেন, সৌদি আরব ও মিশরের মধ্যেকার কৌশলগত সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা রাখবে এই সফর। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্ক ক্রমশ ভালোর দিকে যাচ্ছে। ক্রাউন প্রিন্সের এই সফর সেই অগ্রগতিকে পাকাপোক্ত করবে।

সর্বাধিক পঠিত


ভিডিও