খেলাধুলা

৪০০ মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ড

3551_download (5).jpg

রেকর্ডটা তাঁরই ছিল। সম্ভাব্য সেরা মঞ্চেই। ২০২০ টোকিও অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসে মেয়েদের ফাইনালে ৫১.৪৬ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন সিডনি ম্যাকলাফলিন। গতকাল ওরিগনে ইউএস চ্যাম্পিয়নশিপে সে রেকর্ড থেকে এক ধাক্কায় ০.০৫ সেকেন্ড কমিয়ে ফেলেছেন ম্যাকলাফলিন।

অলিম্পিকের ফাইনালে লাফলিনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন ডালিলাহ মুহাম্মদের। কাল অবশ্য আরেকটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট কাটার লড়াইয়ে ছিলেন না ডালিলাহ।

চোটের কারণে ডালিলাহর অনুপস্থিতি লাফলিনের কাজটা সহজ করে দিয়েছে। দ্বিতীয় হওয়া ব্রিটন উইলসন ১.৬৭ সেকেন্ড পরে দৌড় শেষ করেছেন। ৫৩.৯২ সেকেন্ড সময়ে দৌড় শেষ করা শামিয়ের লিটল তৃতীয় হয়েছেন। আগামী জুলাইয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাবেন এই তিনজন।

২২ বছর বয়সী এই দৌড়বিদ গত বছর অলিম্পিকে দুটি সোনা জিতেছেন। বিশ্ব রেকর্ড গড়ার পর ম্যাকলাফলিন জানিয়েছেন এমন একটা চিন্তা তাঁর মাথায় ছিল, ‘আমি শুধু দৌড় শেষ করতে চেয়েছি, জানতাম যেকোনো কিছু সম্ভব। আমি কৃতজ্ঞ সবকিছুর জন্য। আমরা সম্ভাব্য সেরা উপায়েই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করব, আমরা সবাই পডিয়ামে জায়গা করে নিতে চাইব।’ এ নিয়ে তিনবার এই ইভেন্টের বিশ্ব রেকর্ড ভেঙেছেন ম্যাকলাফলিন। ক্যারিয়ারের শুরুতেই এমন সাফল্য তাঁর ভবিষ্যৎ নিয়ে আশান্বিত করে তুলছে সবাইকে।

ওদিকে ক্যারিয়ারের শেষের শুরুটা কাল হয়ে গেল কিংবদন্তি অ্যালিসন ফেলিক্সের। ৪০০ মিটারে কাল ৫১.৩০ সেকেন্ডে দৌড় শেষ করে ষষ্ঠ হয়েছেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সবচেয়ে সদল ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট। ৭টি সোনাসহ ১১টি অলিম্পিক পদক জেতা এই দৌড়বিদ বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাই এককে দৌড়াতে পারবেন না। এই মৌসুমে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফেলিক্স। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে শেষবারের মতো দেখা যাবে তাঁকে। দৌড়ে ষষ্ঠ হওয়ায় রিলে দলে জায়গা পাচ্ছেন তিনি। এতেই তৃপ্তি প্রকাশ করেছেন।

সর্বাধিক পঠিত


ভিডিও