খেলাধুলা

রোনালদোর বাড়িতে চুরির শিকার ভেরাত্তি

3614_download (4).jpg

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে সুযোগ হয়নি ইতালির। জাতীয় দলের ব্যর্থতা ভুলতে আপাতত অবকাশ যাপনে রয়েছেন মার্কো ভেরাত্তি। তবে সেখানেও স্বস্তিতে নেই পিএসজি মিডফিল্ডার। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও’র বাড়িতে বেড়াতে গিয়ে চুরির শিকার হয়েছেন তিনি।
স্পেনে ছুটি কাটাতে গিয়ে রোনালদোর ইবিজার বাড়িতে উঠেছিলেন ভেরাত্তি। সেখানেই ঘটে চুরির ঘটনা। রোববার পরিবার নিয়ে বাইরে খাবার খেতে গিয়েছিলেন ভেরাত্তি। ফাঁকা বাড়িতে তা-ব চালায় চোরের দল।

স্প্যানিশ গণমাধ্যমের দাবি, অলংকার, ঘড়িসহ প্রায় ৩০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ কোটি টাকা) সমমূল্যের মালামাল চুরি হয়েছে। যদিও ভেরাত্তির পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি।

দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়, ঘরের দরজা ভাঙার কোনো চিহ্ন পাওয়া যায়নি। চুরির অভিযোগ পেয়ে ইতোমধ্যেই তদন্তে নেমেছে ইবিজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পিএসজির হয়ে সবশেষ চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামেন ভেরাত্তি। গত মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচ খেলেছিলেন তিনি।

জালের দেখা পান দুবার। আগামী আগস্টে শুরু হবে ফরাসি লিগ ওয়ানের প্রতিযোগিতা। তার আগে অবসর সময় কাটাতে বেশ ভালো সময়ই পাচ্ছেন এই ইতালিয়ান মিডফিল্ডার। 

সর্বাধিক পঠিত


ভিডিও