খেলাধুলা

নিউজিল্যান্ডেরনারী-পুরুষ ক্রিকেটারদের বেতন সমান

3693_ezgif-1-6f732ddef4.jpg

সাকিব-তামিমদের সঙ্গে সালমা-জাহানারাদের বেতনের পার্থক্য কতটুকু? ২০১৮ সালের হিসাব করলে বাংলাদেশের নারী ক্রিকেটাররা পুুরুষদের ১০ ভাগের ১ভাগ বেতন পেতেন। সেবার ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর টাইগ্রেসদের বেতননিয়ে শুরু হয় আলোচনা ওসমালোচনা। অবশেষে গত ডিসেম্বরে বাড়ানোহয় তাদের বেতন। বাঘিনীদের বেতন ৩৩ শতাংশ বৃদ্ধিপেলেও পুরুষদের সঙ্গে কি তফাৎটা মিটেছে? শুধু বাংলাদেশ না, সব দেশেই নারী-পুরুষ ক্রিকেটারদের বেতন-ভাতার বিস্তর ফারাক রয়েছে। প্রথমবারের মতো সেই বৈষম্য দূর করার নজির গড়লো নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এখন থেকেনারী ও পুরুষ দুইদলের ক্রিকেটাররাই পাবেন সমান বেতন।

নিউজিল্যান্ডবোর্ড ও খেলোয়াড়দের অ্যাসোসিয়েশনেরমধ্যে এ নিয়ে পাঁচবছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এনজেডসি প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট সংবাদমাধ্যমকে সুসংবাদটি জানিয়ে বলেন, ‘এটি আমাদের খেলাধুলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি। এর মধ্য দিয়েএনজেডসি, গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন ও খেলোয়াড়দের আরআলাদা করা যাবে না। ক্রিকেটকে এগিয়ে নেয়ার ভিতটা তৈরি হলো।’

এখনথেকে এনজেডসির অধীন আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ম্যাচ ফি ৪ হাজারনিউজিল্যান্ড ডলার। টি-টোয়েন্টিতে ২৫০০নিউজিল্যান্ড ডলার। ঘরোয়াপ্রতিযোগিতা, যেমন ফোর্ড ট্রফিতে ম্যাচ ফি ৮০০ নিউজিল্যান্ডডলার, সুপার স্ম্যাশে ৫৭৫ নিউজিল্যান্ড ডলার। 

ক্রিকইনফোরপ্রতিবেদনে বলা হয়, নতুন চুুক্তিতে নিউজিল্যান্ডের শীর্ষ নারী ক্রিকেটার বছরে সর্বোচ্চ ১ লাখ ৬৩হাজার ২৪৬ (বাংলাদেশি মুদ্রায় যা ৯৪ লাখ৯১ হাজার টাকার সমান) নিউজিল্যান্ড ডলার পাবেন। যা আগে ছিল৮৩ হাজার ৪৩২ নিউজিল্যান্ড ডলার। এছাড়া ১৪ র‌্যাংকেথাকা ক্রিকেটারদের বাৎসরিক ম্যাচ ফি হবে ১লাখ ৪২ হাজার ৩৪৬ডলার। যা আগে ছিল৬২ হাজার ৮৩৩ নিউজিল্যান্ড ডলার।

ঘরোয়াক্রিকেটে সর্বোচ্চ র‌্যাংকের খেলোয়াড়এখ থেকে বছরে ম্যাচ ফি পাবেন ১৯হাজার ১৪৬ নিউজিল্যান্ড ডলার। যা আগে ছিল৩ হাজার ৪২৩ নিউজিল্যান্ড ডলার। এছাড়া ষষ্ঠ র‌্যাংকের ক্রিকেটার১৮ হাজার ৬৪৬ নিউজিল্যান্ড ডলার এবং ১২তম র‌্যাংকের ক্রিকেটারপাবেন ১৮ হাজার ১৪৬নিউজিল্যান্ড ডলার।

বোর্ডেরএমন সিদ্ধান্তে খুশি নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক সোফি ডিভাইন। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের ঘরোয়া ও আন্তর্জাতিক নারীক্রিকেটারদের ছেলেদের সমান মর্যাদা পাওয়ার বিষয়টি অসাধারণ। তরুণ মেয়েদের খেলাটিতে টেনে আনার জন্য এটি অনেক বড় পদক্ষেপ।’

পুরুষদলের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘আমাদের আগে যারা খেলে গেছেন, তাদের তৈরি করা ভিতের ওপর দাঁড়িয়ে আগামীর নারী-পুরুষ সব পর্যায়ের ক্রিকেটারদেরসমর্থন দেয়াটা গুরুত্বপূর্ণ। এই চুক্তি সেলক্ষ্য অর্জনে এগিয়ে থাকবে। আগামী১লা আগস্ট থেকে এনজেডসির এই নতুন চুক্তিকার্যকর হবে। এছাড়া ঘরোয়া ক্রিকেটের চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের সংখ্যা ৫৪ থেকে বাড়িয়ে৭২ করা হয়েছে। নতুন করে উত্তর বনাম দক্ষিণ নামে একটি সিরিজ শুরুর পরিকল্পনাও নেয়া হয়েছে। 

সর্বাধিক পঠিত


ভিডিও