খেলাধুলা

ভক্তের পাগলামি, মেসিকে ধাক্কা নিরাপত্তারক্ষীর

4822_download (6).jpg

মাঠে লিওনেল মেসি মানেই বাড়তি উৎসাহ, উদ্দীপনা ও উন্মাদনা। গ্যালারি কানায়-কানায় পূর্ণ হয়ে যায়। আর্জেন্টাইন সুপারস্টারকে একনজর দেখতে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির রেড বুলস অ্যারেনায় এমন চিত্রই দেখা গেল।  সেখানে ভক্তের অনাবিল ভালোবাসার সাক্ষী থাকলেন আর্জেন্টিনা দলপতি।  তবে এবার তিন ভক্তের পাগলামি নিয়ে নতুন শিরোনামে প্রতিবেদন লেখা যেতেই পারে।

যুক্তরাষ্ট্রে এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও জামাইকা। সেখানেই মেসির স্বাক্ষর নিতে খালি গায়েই গ্যালারি ছেড়ে মাঠে প্রবেশ করেন এক ভক্ত। আর মেসিকে নিরাপত্তা দিতে গিয়ে ভুল করে বসেন মাঠের নিরাপত্তারক্ষীরা।

মেসির নিরাপত্তা বিঘ্নিত হতে পারে দেখে নিরাপত্তারক্ষীরা সেই ভক্তকে সরাতে গিয়ে মেসিকেই ধাক্কা দিয়ে বসেন। এমনভাবেই ধাক্কা দেন যে, মেসি প্রায় মাটিতেই পড়ে যাচ্ছিলেন। এর পর সেই ভক্তকে জাপটে ধরে মাঠ থেকে উঠিয়ে নেন তারা।

ম্যাচে এক-দুবার নন ভক্তের উন্মাদনায় তিনবার বিড়ম্বনায় পড়েন মেসি।  নিরাপত্তাবলয় ভেদ করে তিনবার মাঠে ঢুকে পড়েন তিন মেসিভক্ত। তাদের অটোগ্রাফ দেন মেসি, সেলফিও তোলেন। মেসিকে একবার একটু স্পর্শ করেই চরম খুশি ভক্তরা। ভক্তদের এসব কাণ্ডে খেলাও বন্ধ করতে হয় কিছুক্ষণ।

বিষয়টি নিয়ে অবশ্য রেড বুলস অ্যারেনার নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে ইতোমধ্যে। মঙ্গলবারের ওই ম্যাচের আগের দিন ফ্লুতে ভুগছিলেন মেসি। ফলে এ ম্যাচে প্রথম একাদশে ছিলেন না।  ম্যাচের ৫৬তম মিনিটে মাঠে নামেন তিনি। আর দ্বিতীয়ার্ধে নেমেই জোড়া গোলের উৎসবে ভাসান গ্যালারিকে।

তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট

সর্বাধিক পঠিত


ভিডিও