সারা বিশ্ব

ভারতের আকাশে ইরানের উড়োজাহাজে বোমা আতঙ্ক

4870_download (8).jpg

ভারতের আকাশে চীনগামী ইরানের একটি যাত্রীবাহী ফ্লাইটে বোমা আতঙ্কে সতর্কতা জারি করা হয়েছে। ইরান থেকে চীনের গুয়াংজু যাওয়ার পথে উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কথা বলে দিল্লি বিমানবন্দরে অবতরণে অনুমতি চায়।

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসেছে, উড়োজাহাজটি ইরানের মাহান এয়ারলাইনসের ফ্লাইট আইআরএম০৮১। রাজধানী তেহরান থেকে চীনের গুয়াংজুতে যাচ্ছিল। এর মাঝে সকাল ৯টা ২০ মিনিটে পুলিশের কাছে একটি ফোন আসে। বলা হয়, তেহরান থেকে আগত প্লেনটিতে বোমা রয়েছে। দ্রুত দিল্লি বিমানবন্দরে অবতরণের অনুমতি চায়। কিন্তু প্রযুক্তিগত কারণ দেখিয়ে দিল্লি বিমানবন্দর জয়পুরের দিকে যাওয়ার অনুরোধ করে। পাশাপাশি দিল্লি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়।

তবে, উড়োজাহজটিকে জয়পুর বিমানবন্দরে অবতরণে রাজি হননি পাইলট। চীনের দিকে প্রবেশের কথা জানান। নিরাপত্তার স্বার্থে ভারতের আকাশসীমা পার হওয়া পর্যন্ত নজরদারি চালায় ভারতীয় যুদ্ধবিমান। এ ঘটনায় ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, ‘উড়োজাহাজটিকে জয়পুর ও চণ্ডীগড়ে অবতরণের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দুটির একটিতেও অবতরণ করেনি।’

সর্বাধিক পঠিত


ভিডিও