সংস্কৃতি ও বিনোদন

বিশ্বকাপে গান গাইবেন না শাকিরা

5448_images.jpg

পপ তারকা শাকিরার নাম শুনলেই কানে ভেসে আসে ‘ওয়াকা ওয়াকা’ গানের মূর্ছনা। ২০১০ সালে এই গানেই বিশ্বকাপ মাতিয়েছিলেন কলম্বিয়ান শিল্পী। কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও গান গাওয়ার কথা ছিল শাকিরার। তবে ভক্তদের দুঃসংবাদ দিলো স্প্যানিশ দৈনিক মার্কা। কাতারে গান গাইবেন না শাকিরা। মার্কার এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে মন বদলেছেন শাকিরা। উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন না তিনি। বিশ্বকাপে শাকিরার অংশ না নেয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে মার্কা জানিয়েছে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার নাম থাকায় সামাজিক যোগাযোগমাধ্যম তাকে নিয়ে প্রচুর ট্রোল ও সমালোচনা হয়েছে। তাছাড়া কাতারে খোলামেলা পোশাকেও নিষেধাজ্ঞা রয়েছে।

শরীর দেখা যায় এমন পোশাক পরলে জেল-জরিমানার আইন রয়েছে মধ্য প্রাচ্যের দেশটিতে। কাতারে পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলেছিলেন শাকিরা। তার বিশ্বকাপে অংশ না নেয়ার পেছনে এগুলো কারণ হতে পারে বলে জানিয়েছে মার্র্কা। কাতারকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে ব্যাপকভাবে মানবাধিকার এবং শ্রম আইন লঙ্ঘন হয়েছে বলে দাবি করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। শাকিরা মানবাধিকার লঙ্ঘনেরও প্রতিবাদ করেছেন। মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়ে এর আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান না গাওয়ার সিদ্ধান্ত নেন যুক্তরাজ্যের দুই পপ তারকা রড স্টুয়ার্ট ও ডুয়া লিপা।

সর্বাধিক পঠিত


ভিডিও