সারা বিশ্ব

আফগানিস্তানে মাদ্রাসায় বিস্ফোরণে নিহত ১৫

5616_download (9).jpg

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি মাদ্রাসায় নামাজের সময় বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। গতকাল বুধবার সামানগান প্রদেশের রাজধানী আয়বাকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর রয়টার্সের
প্রাদেশিক সরকারের মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির বলেন, শহরের কেন্দ্রস্থলে জাহদিয়া মাদ্রাসায় বেলা পৌনে একটার দিকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এই মাদ্রাসায় অল্পবয়সী অনেক ছেলে পড়াশোনা করে।কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মুহাজির।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফিও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত মানুষের সংখ্যা ১০ আর বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।নিরাপত্তা টহলে থাকা এক তালেবান যোদ্ধা।আবদুল নাফি বলেন, ‘ক্ষমার অযোগ্য এই অপরাধের হোতাদের চিহ্নিত করতে ও আইনের আওতায় আনতে আমাদের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।’

গত বছর ফের ক্ষমতা দখলের পর যুদ্ধবিধ্বস্ত দেশটির নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দেওয়ার কথা বলে আসছে তালেবান। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে মসজিদসহ বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। কিছু হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট।

সর্বাধিক পঠিত


ভিডিও