খেলাধুলা

ব্রাজিলের আজ জেতার সম্ভাবনা ৭৬ শতাংশ

5625_download (6).jpg

গত ২৮ নভেম্বর ব্রাজিল–সুইজারল্যান্ডের ম্যাচে জয়ের ব্যাপারে ব্রাজিলকে ৫৬ শতাংশ এগিয়ে রেখেছিল আল–জাজিরার রোবট প্রোগ্রাম কাশেফ। আজ ক্যামেরুন–ব্রাজিল ম্যাচে ব্রাজিলকে আরও বেশি এগিয়ে রেখে ভবিষ্যদ্বাণী করেছে কাশেফ। রাত একটায় জি গ্রুপের খেলায় ব্রাজিলের ৭৬ শতাংশ জয়ের সম্ভাবনা দেখছে কাতারভিত্তিক গণমাধ্যমটির তৈরি করা ‘ভবিষৎ বক্তা’ রোবট কাশেফ। ক্যামেরুন জিতবে এমন সম্ভাবনা মাত্রই ৫ শতাংশ। ১৯ শতাংশ সম্ভাবনা ম্যাচটি ড্র হওয়ার।

গ্রহ–নক্ষত্র কিংবা অতিপ্রাকৃত কোনো ক্ষমতা দিয়ে নয়, কাশেফ ভবিষ্যদ্বাণী করছে উপাত্ত–তথ্য বিশ্লেষণ করে। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কাশেফ বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা ও অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে সম্ভাব্য ফলাফল দিচ্ছে। এ জন্য প্রায় ২০০ ধরনের এক লাখ তথ্যের একটি তথ্যভান্ডার তৈরি করেছে আল-জাজিরা। গুগল ক্লাউডে থাকা এসব তথ্য দ্রুত পর্যালোচনা করে এই প্রোগ্রামটি।গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কাশেফের দেওয়া ৬৬ শতাংশ ভবিষ্যদ্বাণী মিলে গেছে। তবে ২৮ নভেম্বর পর্যন্ত কাশেফের সাফল্যের হার ছিল ৭১ শতাংশ। তিন দিনে তা একটু কমে গেছে।

আজ রাতের বাকি তিন ম্যাচ নিয়ে কাশেফের ভবিষ্যদ্বাণী দেখা যাক এবার। আজ রাত ৯টায় আছে দুটি খেলা। উরুগুয়ে–ঘানার খেলায় ৫০ শতাংশ জয়ের সম্ভাবনা উরুগুয়ের। ঘানার পক্ষে ২১ শতাংশ। বাকিটা ড্রয়ের দিকে কাশেফের অনুমান।
অপর ম্যাচে পর্তুগাল জিতবে এমনই বলেছে কাশেফ। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৩ শতাংশ, কোরিয়ার মাত্র ১৮ শতাংশ।

রাত একটার আরেক খেলায় মুখোমুখি হবে সার্বিয়া ও সুইজারল্যান্ড। ৪২ শতাংশ জিতে যাওয়ার সম্ভাবনা সুইজারল্যান্ডের। কাশেফের অনুমান এই। সার্বিয়ার জয়ের সম্ভাবনা ২৭ শতাংশ। আর ৩১ শতাংশ সম্ভাবনা ম্যাচের ফলাফল অমীমাংসিত থেকে যাওয়ার।

সর্বাধিক পঠিত


ভিডিও