সারা বিশ্ব

ইসরাইলের পক্ষে গোয়েন্দাগিরি, ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড

5656_download (4).jpg

ইসরাইলি গোয়েন্দা সার্ভিসের পক্ষে কাজ করার অভিযোগে রোববার চার ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটের রিপোর্টে বলা হয়েছে, জায়নবাদী গোয়েন্দা সার্ভিসের সঙ্গে জড়িত একটি গ্যাংয়ের প্রধান চার সদস্যের বিরুদ্ধে এদিন ভোরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর চারদিন আগে জায়নবাদী শাসকগোষ্ঠীকে (ইসরাইল) গোয়েন্দা সহযোগিতা করা ও অপহরণে সহযোগিতা করার জন্য এসব ব্যক্তির মৃত্যুদণ্ড বহাল রাখে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে বুধবার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ফলে আর কোনো আপিলের সুযোগ ছিল না।

যে চার ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তারা হলেন হোসেইন ওরদুখানজাদেহ, শাহিন ইমানি মাহমুদাবাদ, মিলাদ আশরাফি আতবাতান ও মানুচেহর শাহবান্দি বোজান্দি। তাদের সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। এর বাইরে অন্য তিন আসামীকে ৫ থেকে ১০ বছরের জেল দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে এই শাস্তি দেয়া হয়েছে দেশের নিরাপত্তার বিরুদ্ধে অপরাধের কারণে, অপহরণে জড়িত থাকা এবং অস্ত্র রাখার অভিযোগে। বুধবারের রায়ের পরে বিচার বিভাগের ওয়েবসাইটে এসব তথ্য দেয়া হয়েছে।ইরান এবং ইসরাইল অনেক বছর ধরে ছায়াযুদ্ধে লিপ্ত।

ইরানের অভিযোগ তাদের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে স্যাবোটাজমুলক হামলা চালাচ্ছে ইসরাইল। তারা হত্যা মিশন চালাচ্ছে। এতে টার্গেট করা হয়েছে ইরানের বিজ্ঞানীদের। ২২শে মে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর বলেছে, ইসরাইলি গোয়েন্দা সার্ভিসগুলোর নির্দেশনা অনুযায়ী কাজ করার একটি নেটওয়ার্কের সদস্যদের গ্রেপ্তার করেছে তারা। বিবৃতিতে আরও বলা হয়, এসব মানুষ চুরির সঙ্গে জড়িত, সরকারি সম্পত্তির ক্ষতি করেছে, মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য অপহরণ করেছে, উৎকোচ দাবি করেছে। 

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কিছু মানুষকে জুলাইয়ে গ্রেপ্তার করেছে ইরান। এর মধ্যে আছেন নিষিদ্ধ ঘোষিত কুর্দি বিদ্রোহী গ্রুপের সদস্যরা। বলা হয়, এসব সদস্য ইরানের স্পর্শকাতর স্থাপনাকে টার্গেট করার পরিকল্পনা করেছে।এমন এক অবস্থায় নিরাপত্তা হেফাজতে মারা যান মাহশা আমিনি নামের এক যুবতী। তার মৃত্যুতে ইরানজুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে। এরই ভিতর ওই চার ব্যক্তিকে ফাঁসি দেয়া হলো। 

সর্বাধিক পঠিত


ভিডিও