খেলাধুলা

যৌথ মালিকানায় লিভারপুল কিনতে সম্মত সৌদি-কাতারভিত্তিক কনসোর্টিয়াম: রিপোর্ট

5681_download (6).jpg

এবার ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব লিভারপুলের মালিকানা বদলের গুঞ্জন শোনা যাচ্ছে। মালিকানা চলে আসতে পারে মধ্যপ্রাচ্যে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, লিভারপুলের সম্ভাব্য ক্রেতার তালিকায় সৌদি আরব এবং কাতারের ধনকুবেরদের নাম আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য ক্রেতারা বুঝতে পারেন, নিলামে প্রতিদ্বন্দ্বী হলে শুধু শুধু শেয়ারের দামই বাড়বে। তাতে নিজেদেরই ক্ষতি। তাই সৌদি এবং কাতারের ওই ধনকুবেররা ‘বিডিং যুদ্ধ’ এড়াতে যৌথ মালিকানায় লিভারপুল কেনার বিষয়ে সম্মত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, লিভারপুল ক্রয়ে ৪০০ কোটি ডলার দাম দিতে রাজি হয়েছে সৌদি আরব এবং কাতারের কনসোর্টিয়াম। সৌদি এবং কাতারের ওই কনসোর্টিয়ামটি মূলত বেসরকারি মালিকানাধীন। তবে সৌদি আরবের তাতে কোনও সমস্যা নেই।
দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল সম্প্রতি জানিয়েছেন, কোনও বেসরকারি সংস্থা ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল কিনতে চাইলে সরকার তাদের সহযোগিতা করবে।

গত মাসেই লিভারপুল বিক্রির ঘোষণা দেয় মালিক প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। অবশ্য প্রথমে তারা কয়েকটি শেয়ার বিক্রির কথা বলেছিল, কিন্তু পুরো ক্লাবটি বিক্রি করতে পারলেও তারা খুশি।

লিভারপুলের বর্তমান মালিক ২০১০ সালে ৪৭৮ মিলিয়ন ডলারে ক্লাবটির মালিকানা কেনে। ক্লাবগুলোর দাম সবসময়ই ঊর্ধ্বগতিতে থাকে। গত মাসেই চেলসি বিক্রি হয় ৪.৯ বিলিয়ন ডলারে। আশা করা হচ্ছে লিভারপুল চেলসির চেয়ে বেশি দামে বিক্রি হবে। এমনকি বিশ্লেষকরা বলছেন, লিভারপুলের দাম ৫ বিলিয়ন ডলারও ছাড়িয়ে যেতে পারে। এরই মধ্যে লিভারপুলের মালিক ক্লাবটি বিক্রির জন্য সৌদি আরব ও কাতারের কনসোর্টিয়ামের সঙ্গে যোগাযোগ করেছে। সূত্র: অ্যারাবিয়ান বিজনেস

সর্বাধিক পঠিত


ভিডিও