যুক্তরাজ্য

১৬ জানুয়ারি ২০২৩, ০২:০১
আরও খবর

সাওতুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আব্দুল্লাহ হানক

5961_IMG-20230115-WA0015.jpg

সাওতুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুল্লাহ হানক। তিনি পুরষ্কার হিসেবে পেয়েছেন তিনহাজার পাউন্ডের চেক ও ক্রেস্ট।

শনিবার (১৫ জানুয়ারি) এক্সেল সেন্টার লন্ডনে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ৮ জন প্রতিযোগি অংশ নেন।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান হয়েছেন অকিল রহমান আর তৃতীয় সাইম আহমদ।

আল খায়ের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ইক্বরা টিভি গ্রুপের চেয়ারম্যান ইমাম ক্বাসিমের সার্বিক তত্ত্বাবধানে বেলা দেড় টায় শুরু হয় ফাইনাল প্রতিযোগিতার এ অনুষ্ঠান। তবে এর আগেই ব্রিটেনের বিভিন্ন শহর থেকে পরিবার নিয়ে মানুষজন জড়ো হতে থাকেন এক্সেল সেন্টারে। এতে অনুষ্ঠান শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় হল রুম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদীনার মসজিদে আন‌ নাবাবীর দীর্ঘ চল্লিশ বছরের আল কোরআনের উস্তাদ ক্বারী শায়খ বশির আহমদ সিদ্দিক্ব।

সন্ধ্যা ৬ টার পরপরই স্টেজ-এ উঠেন তিনি। এসময় উপস্থিত সকলে দাড়িয়ে তাকে সম্মান জানান। পরে তিনি উপস্থিত দর্শকদের উদ্দেশ্য দুটি প্রশ্ন করেন। প্রথমটি হচ্ছে কেয়ামতের জন্য আপনারা কি তৈরি? কারণ সেদিন কেউ কারো জন্য সুপারিশ করবে না। দ্বিতীয়টি হচ্ছে- শিশুদের ভবিষ্যতের জন্য আপনারা কি করে যাচ্ছেন? পরে দুটি প্রশ্নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। তিনি উপস্থিত সকলকে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের অনুরোধ জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃটেনের বিশিষ্ট আলেম শায়খ মাওলানা রিয়াজুল হক।

ইক্বরা বাংলা টিভির উদ্যোগে জাতীয়ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ আয়োজনে ব্রিটেনের প্রায় ২০০ প্রতিযোগি অংশগ্রহণ করেছিলেন। বিভিন্ন ধাপ পেরিয়ে ৮ জন প্রতিযোগি ফাইনালে পৌঁছেন।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও