সংস্কৃতি ও বিনোদন

বাণিজ্য মেলায় ডিসকাউন্টের হিড়িক

5983_mela.jpeg

ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় হয়েছে। মেলার ২৭তম আসরের ২০তম দিনে (২০ জানুয়ারি) বিকাল থেকে দর্শনার্থীদের পদচারণা বাড়তে শুরু করে। ভিড় বাড়ায় শুরুর দিকের তুলনায় বিক্রি-বাট্টাও বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শেষ দিকে এসে স্টলগুলোতে চলছে মূল্যছাড় অফার।

আয়োজকরা বলছেন, শুক্রবার বাণিজ্য মেলায় প্রায় ৩ লাখ দর্শনার্থী হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

গত ১ জানুয়ারি থেকে ঢাকার পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) দ্বিতীয় বারের মতো মাসব্যাপী বাণিজ্য মেলার আসর বসেছে।

মেলার আয়োজকরা জানিয়েছেন, এখন শীতের তীব্রতা অনেকটাই কমেছে। এছাড়া শেষ দিকে মেলা এমনিতে জমে ওঠে। তার ওপরে স্টল মালিক ও ব্যবসায়ীরা লক্ষ্য পূরণে পণ্যে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছেন। এরফলে প্রত্যাশিতভাবে ক্রেতা-দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে। আর শুক্রবার ছুটির দিন হওয়ায় দুপুর থেকেই ক্রেতা-দর্শনার্থীদের পদচারণা বাড়তে থাকে। বিকালে জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। সন্ধ্যায় দর্শনার্থীদের ঢল নামে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্য মেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘আজ ছুটির দিনে ৩ লাখের অধিক লোক সমাগম হয়েছে। বিগত ছুটির দিনের হিসেবে আজ সর্বোচ্চ লোক সমাগম হয়েছে। এতে ভিড় সামাল দিতে সমস্যা যেন না হয়, একারণে প্রবেশের একাধিক গেট খুলে দিয়েছি। মূলত বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলায় ব্যাপক ভিড় হয়েছে। আর কিছুদিন পর লোকসমাগম আরও বাড়বে বলে ধারণা করছি। ’

বিভিন্ন স্টলে পণ্যের ছাড়ের বিষয়ে তিনি বলেন, ‘শেষ সময়ে এসে অনেক দোকানি ছাড় দিয়ে থাকে। মেলা শেষে অনেক দোকানি তাদের দোকানে তোলা পণ্য ফিরিয়ে নিতে চাইবে না, এ কারণে সব পণ্য বিক্রি করতে এই ছাড় দেওয়া হচ্ছে।

মেলায় দেশি-বিদেশি ৩৩১ প্রতিষ্ঠানের স্টল রয়েছে জানিয়ে ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘এর মধ্যে কয়েকটি প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গত বছরের চেয়ে এবার ১০৬টি স্টল বেড়েছে। বিদেশি ১০ দেশের ১৭টি স্টল রয়েছে। এবার বড় পরিসরে মেলার আয়োজন করা হয়েছে।’

এবার মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। মেলার টিকিট অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড় আছে। মেলায় প্রায় ১ হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে।

সর্বাধিক পঠিত


ভিডিও