যুক্তরাজ্য

২১ জানুয়ারি ২০২৩, ০৪:০১
আরও খবর

মেয়র আরিফকে হারানোর চ্যালেঞ্জ নিচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী

5985_IMG-20230120-WA0005.jpg

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হলে নিজে জয়ী হবার ব্যাপারে আত্মবিশ্বাসী যুক্তরাজ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এমনকি যদি টানা দুইবারের মেয়র আরিফুল হক চৌধুরীও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তবুও জয়ে ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

শুক্রবার সন্ধ্যায় ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, তৃণমূলের কর্মী হিসেবে আমি কাজ করছি। মূলত আমি সিলেট-২ আসনে সাংসদ প্রার্থী হবার জন্য কাজ করেছি। পাশাপাশি সিলেটের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ের জন্য কাজ করেছিম সবশেষ নির্বাচনে সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি মহোদ্বয়ের জন্য কাজ করেছি। গত সিটি নির্বাচনে প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের জন্য কাজ করেছি। সেজন্য সিলেটের বিভিন্ন এলাকায় কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। যদি দলের সভানেত্রী আমাকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেন তাহলে আমি জয়ী হতে পারবো বলে আশা করছি।

তিনি আরও বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে গত দুইবার নৌকার প্রার্থীর পরাজয় হয়েছে যদিও আমরা জয়ী হতে সর্বোচ্চ চেষ্ঠা করেছিলাম। এবার যদি আমাদের সকল সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ তাকে তাহলে নৌকার জয় নিশ্চিত। এতে অপজিশনে যে কেউই থাকুক না কেন।

সিটি নির্বাচনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রার্থী হচ্ছেন না উল্লেখ করে আরও বলেন, সিটি নির্বাচনে আমার বন্ধু বারবারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, এটিএম হাসান জেবুল, আরমান আহমদ শিপলুসহ আরও অনেক ত্যাগী নেতা আছেন যারা মনোনয়ন পাওয়ার জন্য কাজ করছেন। তবে যে কেউ মনোনয়ন পেলে আমরা সবাই মিলে নৌকার জন্য কাজ করবো।

তবে নিজে সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলে প্রবাসীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও বলছেন যুক্তরাজ্যে প্রবাসী এ নেতা। তিনি বলেন, সিলেটে অনেকেরর জায়গা জমি, বাসা কিছু দুর্বৃত্ত দখল করে বা ঝামেলা সৃষ্টি করে এসব বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও