খেলাধুলা

শফিউল আলম চৌধুরী নাদেলের ‘আত্মসমর্পণ’, কিন্তু কেন?

6011_received_1560334704430656.jpeg

সিলেটে বিপিএলের টিকেট সংকটে নিজের কিছুই করার নেই জানিয়ে এ বিষয়ে 'আত্মসমর্পণ' করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ চলাকালে প্রেসবক্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ নিয়ে প্রশ্নের মুখে পড়লে দুই হাত তুলে কাছে দুঃখ প্রকাশ করেন।

নাদেল বলেন, ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসন সংখ্যা প্রায় সাড়ে ১৮ হাজার। এরমধ্যে অংশগ্রহণকারী দল বড় অংশের টিকিট কিনে নেয়। আমার জানামতে সিলেট স্ট্রাইকার্সও হাজার পাঁচেক টিকিট কিনে নিয়েছে। টিকিট বাড়তি দামে বিক্রির কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার জন্য একজন নির্বাহী ম্যাজিস্টেট, আইনশৃঙ্খলা বাহিনীসহ আমাদের লোকরাও নজরদারি করে।’

তবে অভিযোগ ও ক্রীড়াপ্রেমীদের টিকিট নিয়ে হতাশার বিষয়ে তিনি বলেন, ‘আমরা সব রকমের আপ্যায়ন, সুযোগ-সুবিধার ব্যাপারে কাজ করি। তবে টিকিটের ব্যাপারটি নিয়ে আমাকে দু’হাত তুলে (আত্মসমর্পন) দিতে হবে।’

তিনি বলেন, সিলেটে বিপিএল নয়, ‘যেকোনো খেলায় দর্শক উন্মাদনা থাকে। আমরা চাহিদামতো টিকিট সরবরাহ করতে পারি না।’ তাই এই বিষয়টি সংশ্লিষ্ট উপর মহল পরবর্তীতে বিবেচনায় নেবেন আশাবাদি তিনি।

তিনি আরও বলেন, ‘সিলেটে তো শুধু বিপিএল নয়, যেকোনো ক্রিকেটের আসর যখন বসে, দর্শকে মাঠ ভরপুর থাকে। সেটা আপনারাও দেখেছেন। এবার আমরা চার দিনে আটটা ম্যাচ পেয়েছি। আমি মনে করি, আমাদের এই ভেন্যু সুযোগ-সুবিধা, সৌন্দর্য সব কিছু নিয়ে যে জায়গায় এসেছে, আগামী দিনে আমরা আরও টুর্নামেন্ট পাব, সেই প্রত্যাশা সব সময়ই করি।’

সর্বাধিক পঠিত


ভিডিও