খেলাধুলা

আয়ারল্যান্ডকে উড়িয়ে টাইগারদের সিরিজ জয়। ১০ উইকেটের স্মরণীয় জয়

6177_irelandvsBangla.jpg

ম্যাচটি হবে কি না, টসের কিছুক্ষণ আগপর্যন্তও সেটি নিয়ে ছিল অনিশ্চয়তা। সিলেটের আবহাওয়া ছিল এমন অনিশ্চিতই। শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই শুরু হয়েছে সব কিছু। ম্যাচটি শেষ হতেও সময় লাগল না খুব একটা!

হাসান মাহমুদের ৫ উইকেটের তোপে ১০১ রানেই গুটিয়ে যাওয়া আয়ারল্যান্ডকে শেষ পর্যন্ত ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ তামিম ইকবালের দল জিতেছে ২-০ ব্যবধানে।

ওয়ানডেতে ১০ উইকেটের ব্যবধানে বাংলাদেশের এটি প্রথম জয়। এর আগে বাংলাদেশ পেসাররা প্রথমবারের মতো নেন প্রতিপক্ষের ১০ উইকেট।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি শুরু হয়েছিল  নিজেদের রেকর্ড সংগ্রহ গড়ার মধ্য দিয়ে। শেষটাও হলো রেকর্ড জয় দিয়েই।


সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ২৮.১ ওভারে ১০১ (ডোহেনি ৮, স্টার্লিং ৭, বালবার্নি ৬, টেক্টর ০, টাকার ২৮, ক্যাম্পার ৩৬, ডকরেল ০, ম্যাকব্রাইন ১, অ্যাডায়ার ৩, হিউম ৩, হামফ্রেজ ৮*; হাসান ৮.১-১-৩২-৫, তাসকিন ১০-১-২৬-৩, ইবাদত ৬-০-২৯-২, নাসুম ৩-০-১১-০, মিরাজ ১-০-৩-০)।

বাংলাদেশ: ১৩.১ ওভারে ১০২/০ (তামিম ৪১*, লিটন ৫০*; অ্যাডায়ার ৩-০-২৯-০, হিউম ৩-০-১৫-০, হামফ্রেজ ৪-০-৩৬-০, ক্যাম্পার ৩.১-১-২১-০)।

ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে জয়ী।

উৎস: প্রথম আলো 

সর্বাধিক পঠিত


ভিডিও