আরব দুনিয়া

বাংলাদেশের সাথে সম্পর্কের বরফ গলার দাবি পাকিস্তানের

915_download (5).jpg

বাংলাদেশের সাথে পাকিস্তানের সর্ম্পকের বরফ গলছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। অতীত ভুলে সর্ম্পক সামনে এগিয়ে নিয়ে যাবারও প্রত্যাশা কুরেশির।

সোমবার (৩ জানুয়ারি) ইসলামাবাদে আসন্ন সার্ক সম্মেলনের সার্বিক চিত্র তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে, এমন দাবি করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বাংলাদেশের সাথে সর্ম্পক উন্নয়নের লক্ষণ দৃশ্যমান হচ্ছে। তবে এখনও কিছু সমস্যা রয়ে গেছে।

সংবাদ সম্মেলনে, সার্ক সম্মেলনে সব দেশকে আমন্ত্রণ জানানো হয়। বলা হয়, ভারত যদি আসতে না চায় তাহলে ভার্চুয়ালি যোগ দেবে। এসময় বাংলাদেশ-পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপের কথা উল্লেখ করে কুরেশি বলেন, শেখ হাসিনা যেমন ইমরান খানকে আমন্ত্রণ জানিয়েছে, তেমনি ইমরান খানও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।

সর্বাধিক পঠিত


ভিডিও