আরব দুনিয়া

কুয়েতে ফের দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ের নির্দেশ

997_download (4).jpg

নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শারীরিক দূরত্ব বজায় রেখে জামাতে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার (৭ জানুয়ারি) থেকে নতুন এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। তবে, দেশটিতে এখনো সবকিছু স্থিতিশীল রয়েছে। মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৭ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে কুয়েতের মসজিদ খুলে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সংক্রমণ এড়াতে আবারও শারীরিক দূরত্বের পাশাপাশি মুসল্লিদের ব্যক্তিগত জায়নামাজ ও মাস্ক পরিধান করে মসজিদে আসতে বলা হয়েছে। পাশাপাশি ১৫ মিনিটে জুমার খুতবা শেষ করতে বলা হয়েছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে দুই হাজার ৬৪৫ জন। যা এখন পর্যন্ত দেশটি একদিনে সর্বোচ্চ। কুয়েতে মহামারির করোনা শুরু থেকে এ পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ৪৫৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৪৬৯ জন।

সর্বাধিক পঠিত


ভিডিও