তথ্য ও প্রযুক্তি

নোবেল চুরির তদন্ত নিয়ে সিবিআইকে আদালতের ভর্ৎসনা

13_12.jpg

১৪ বছর পার হয়ে গেলেও রবীন্দ্রনাথের নোবেল চুরির কোনো কিনারা করতে পারেনি গোয়েন্দা সংস্থা সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত এক জনস্বার্থ মামলায় সিবিআইকে আগামী এক সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত নোবেল উদ্ধারে কোনো সূত্র না মেলায় সিবিআইয়ের আইনজীবীর সমালোচনা করেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি এদিন মন্তব্য করেন যে, রবীন্দ্রনাথের নোবেল সম্মানের সঙ্গে জাতীয় আবেগ জড়িয়ে আছে, অথচ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জাতীয় সম্পদ উদ্ধারে ব্যর্থ হয়েছে। নোবেল চুরির ঘটনা ‘জাতীয়তা বিরোধী’ ঘটনা বলেও এদিন উল্লেখ করেন তিনি। সিবিআইয়ের আইনজীবী অবশ্য এদিন আদালতে জানিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন।

সর্বাধিক পঠিত


ভিডিও