১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বাংলাদেশে হতে পারে ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক বিবাহ। এই উদ্যোগের পেছনে রয়েছে মারকাজুল শরিয়া আল-ইসলামিয়া বাংলাদেশ, যার চেয়ারম্যান মামুনুর রশিদ কাসেমী।
মামুনুর রশিদ কাসেমী আজ (১৩ই ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এই পরিকল্পনার কথা জানান। তিনি লেখেন, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে তরুণ-তরুণীদের উপকারে ভ্রাম্যমাণ টিম কাজ করবে।
তিনি জানান, ১৪ ফেব্রুয়ারি ভ্রাম্যমাণ টিমে থাকবেন একজন কাজি এবং দুইজন সাক্ষী। প্রেমিক-প্রেমিকাদের কোনো স্থানে একসঙ্গে দেখতে পেলে তাদের সহজ প্রক্রিয়ায় বিবাহ সম্পন্ন করা হবে। মামুনুর রশিদ কাসেমীর মতে, এটাই হলো তরুণ প্রজন্মের জন্য "সুন্দর সমাধান"।