পূর্ব লন্ডনের চিংফোর্ড মাউন্ট রোডে এক ২৬ বছর বয়সী যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে পুলিশ টহলের সময় স্থানীয় লোকজন তাদের ছুরিকাঘাতের বিষয়ে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ সদস্যরা প্রাথমিকভাবে ওই যুবককে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন এবং পরে লন্ডন এয়ার অ্যাম্বুলেন্স ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে এসে চিকিৎসায় অংশ নেয়। তবে দুঃখজনকভাবে, যুবকটি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এখনো তার নাম প্রকাশ করা হয়নি।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে এবং রাস্তা আংশিকভাবে বন্ধ রয়েছে, কারণ তদন্তকারীরা ঘটনাটির পেছনের প্রকৃত ঘটনা জানতে কাজ করছেন।
স্থানীয় পুলিশের প্রধান চিফ সুপারিনটেনডেন্ট ড্যান কার্ড বলেন, “গত রাতের ঘটনার কারণে আমরা অত্যন্ত মর্মাহত, এবং এই কঠিন সময়ে নিহত যুবকের পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি রইল। গোয়েন্দারা আপ্রাণ চেষ্টা করছেন ঠিক কী ঘটেছিল তা জানার জন্য। এই ঘটনার প্রভাব স্থানীয়দের ওপর পড়বে তা আমরা বুঝি, তাই আমাদের অফিসাররা অতিরিক্ত টহলে থাকবেন যাতে জনগণের প্রশ্ন ও উদ্বেগের উত্তর দিতে পারেন।”
পুলিশ স্থানীয়দের কাছে কোনো তথ্য থাকলে তা শেয়ার করার আহ্বান জানিয়েছে, যাতে দ্রুত প্রকৃত দোষীদের চিহ্নিত করা যায়।