স্বাস্থ্য

যুক্তরাজ্যে ওজন কমানোর ইনজেকশন মাউনজারোর দাম বাড়ছে উল্লেখযোগ্য হারে

11690_1234.jpg

যুক্তরাজ্যে বেসরকারিভাবে ওজন কমানোর ওষুধ মাউনজারো (Mounjaro) ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা আসছে। প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইলি লিলি (Eli Lilly) ঘোষণা করেছে, তারা ওষুধটির তালিকাভুক্ত মূল্য (list price) সর্বোচ্চ ১৭০% পর্যন্ত বৃদ্ধি করছে।

এর ফলে সর্বোচ্চ ডোজের এক মাসের সরবরাহের দাম ১২২ পাউন্ড থেকে বেড়ে ৩৩০ পাউন্ড হবে। নিম্ন ডোজের ক্ষেত্রে দাম কিছুটা কম হারে বাড়বে। তবে খুচরা বিক্রেতারা প্রায়ই কোম্পানির সঙ্গে দর কষাকষি করে ছাড়ের ব্যবস্থা করতে পারে, তাই কিছু ক্রেতার ক্ষেত্রে চূড়ান্ত প্রভাব কম হতে পারে।

এ ঘোষণার ফলে এনএইচএস (NHS)–এর জন্য দাম বাড়বে না, কারণ তারা আগে থেকেই প্রেসক্রিপশনভিত্তিক সরবরাহের জন্য কম মূল্যে চুক্তি করেছে। সাপ্তাহিক ইনজেকশনটি ক্ষুধা কমিয়ে দেয়, ফলে কম খাওয়া হয় এবং ব্যবহারকারীর ২০% পর্যন্ত ওজন কমাতে সহায়তা করতে পারে।

বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ১৫ লাখ মানুষ ওজন কমানোর ওষুধ ব্যবহার করছেন, যার মধ্যে অর্ধেকের বেশি মাউনজারো ব্যবহারকারী। ধারণা করা হয়, এদের মধ্যে ৯০% বেসরকারিভাবে কিনে থাকেন—অনলাইন সেবা ও ফার্মেসি থেকে।

ইলি লিলি জানিয়েছে, যুক্তরাজ্যে ওষুধটি এতদিন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় "অনেক কম" দামে বিক্রি হয়েছে। কোম্পানির মতে, নতুন ক্লিনিক্যাল প্রমাণ ও বাজার পরিস্থিতির পরিবর্তনের কারণে দাম আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা জরুরি।

দাম বাড়ানোর এই ঘোষণা আসে এমন সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ওষুধের উচ্চমূল্য নিয়ে সমালোচনা করছেন। তিনি "মোস্ট ফেভার্ড নেশন" নীতির মাধ্যমে মার্কিন ওষুধের দাম বিদেশি দামের সাথে সমন্বয় করার হুমকি দিয়েছেন। গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে দাম ধনী দেশের তুলনায় তিনগুণ পর্যন্ত বেশি হতে পারে।

স্বাধীন ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রধান ডা. লেইলা হানবেক এই মূল্যবৃদ্ধিতে "অত্যন্ত বিস্মিত ও হতাশ" বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন,
"এটি রোগীদের জন্য বড় ধাক্কা, বিশেষ করে যখন আরও বেশি মানুষ তাদের ওজন নিয়ে উদ্বিগ্ন হয়ে ইনজেকশন নিতে শুরু করছেন।"

তিনি রোগীদের পরামর্শ দিয়েছেন স্থানীয় ফার্মেসির সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নিতে এবং মনে করিয়ে দিয়েছেন যে মাউনজারো একমাত্র বিকল্প নয়—বাজারে ওয়েগোভি (Wegovy)-সহ অন্যান্য ওষুধও রয়েছে।

ডা. হানবেক আরও বলেন,
"ব্রিটিশ বাজারে ওজন কমানোর ইনজেকশনের চাহিদা বাড়বেই, কিন্তু সেই বৃদ্ধি তখনই টেকসই হবে যখন দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে।"

সর্বাধিক পঠিত


ভিডিও