লন্ডন

হোয়াইট সিটির সাবেক বিবিসি সদর দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড

11794_ea6568c3-bf58-485f-b34e-e75ecf0ca6ce-2.jpeg

লন্ডনের হোয়াইট সিটির সাবেক বিবিসি টেলিভিশন সেন্টারে শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। নয়তলা ‘হেলিওস বিল্ডিং’-এর উপরের তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা অন্যান্য অংশে ছড়িয়ে যায়। ভবনটিতে বর্তমানে আবাসিক ফ্ল্যাট, রেস্টুরেন্ট ও বাণিজ্যিক স্পেস রয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে প্রায় ১০০ দমকলকর্মী ও ১৫টি ফায়ার ইঞ্জিন পাঠায়। আগুন নিয়ন্ত্রণে দুইটি ৩২ মিটার লম্বা ল্যাডার ব্যবহার করা হয়। তীব্র ধোঁয়ায় আক্রান্ত এক শিশু সাময়িক চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনে একটি রেস্টুরেন্ট, বাইরের ডেকিং ও ডাকিং সিস্টেমসহ কিছু ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ভবনের অন্যান্য বাসিন্দা ও আশপাশের মানুষদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য একটি অস্থায়ী বিশ্রাম কেন্দ্রও খোলা হয়েছে।

ঘটনার পর উড লেন সড়ক সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে এবং সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয়। লন্ডন ফায়ার ব্রিগেড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি নিয়ে তদন্ত চালাচ্ছে।

সর্বাধিক পঠিত


ভিডিও