স্কটল্যান্ডের অ্যাবারডিন রয়্যাল ইনফারমারিতে প্রথমবারের মতো এক ক্যান্সার রোগীর শরীরে কার-টি সেল থেরাপি প্রয়োগ করা হয়েছে। এ চিকিৎসা নিয়ে রোগী ন্যান্সি গ্রে বর্তমানে রোগমুক্ত অবস্থায় আছেন।
৬৮ বছর বয়সী ন্যান্সি গ্রের শরীরে ২০২৩ সালে স্প্লিনে ক্যান্সার ধরা পড়ে। এরপর আরেক ধরনের লিম্ফোমা তার নাকের পেছনের অংশে শনাক্ত হয়। প্রচলিত কেমোথেরাপি কাজে না আসায় চিকিৎসকরা নতুন এ থেরাপির পরামর্শ দেন।
কার-টি থেরাপির প্রক্রিয়ায় রোগীর দেহ থেকে টি-সেল সংগ্রহ করা হয়। সেগুলোকে জেনেটিকভাবে পরিবর্তন করে পুনরায় শরীরে প্রবেশ করানো হয়, যাতে পরিবর্তিত কোষ ক্যান্সার ধ্বংস করতে পারে।
গত নভেম্বরে অ্যাবারডিন রয়্যাল ইনফারমারিতে ন্যান্সি গ্রে এই চিকিৎসা নেন। কয়েক মাস পর করা স্ক্যানে দেখা যায়, তার শরীরে ক্যান্সারের কোনো চিহ্ন নেই।
এর আগে স্কটল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের রোগীদের কার-টি থেরাপি নিতে নিউক্যাসলে যেতে হতো। অ্যাবারডিনে এ সুবিধা চালু হওয়ায় এখন থেকে রোগীরা অনেকটাই স্বস্তি পাবেন।
ন্যান্সি গ্রে বলেছেন, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। একই সঙ্গে আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে আরও রোগী এ চিকিৎসা পেয়ে সুস্থতার সুযোগ পাবেন।