খেলাধুলা

বিসিবির পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

12092_IMG_2252.jpeg

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় নারী পরিচালক হতে যাচ্ছেন রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেয়ে বোর্ডে আসছেন তিনি। রুবাবা উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত। তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন।

এর আগে এনএসসির মনোনয়ন পেয়ে বিসিবির পরিচালক হন ইশফাক আহমেদ। আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করার কারণে নির্বাচিত হওয়ার পরই বিতর্কের মুখে এনএসসি তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।তার জায়গায় রুবাবাকে পরিচালক করার সিদ্ধান্ত নিয়েছে এনএসসি। আজ (মঙ্গলবার) দুপুর নাগাদ ঘোষণাও আসার কথা ছিল। জানা গেছে, রুবাবা বিসিবি পরিচালক পদে আসার আগে কর্মরত প্রতিষ্ঠান ওরাকল থেকে ছাড়পত্র নিয়ে আসতে চান। 

যে কারণে রুবাবার নাম ঘোষণায় বিলম্ব করছে এনএসসি। মঙ্গলবার বিসিবির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে তাই ‍রুবাবা উপস্থিত থাকতে পারেনি। তবে তার ছাড়পত্র পাওয়া এবং বিসিবিতে আসা নিয়ে খুব একটা জটিলতা নেই বলে জানা গেছে।রুবাবা এর আগে ২০০৯-১০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর ছিল।

রুবাবার মামা শিল্পী কামরুল হাসান এবং জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম তার ফুপু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ করেছেন। স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বাংলাদেশের নারীদের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ পুরস্কার পান।

সর্বাধিক পঠিত


ভিডিও