খেলাধুলা

বিসিবির পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত, কে পেলেন কোন দায়িত্ব

12093_IMG_2257.jpeg

নির্বাচনের পরদিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হলো। এই গুরুত্বপূর্ণ সভায় নতুন বোর্ড পরিচালকদের মধ্যে গুরুত্বপূর্ণ কমিটিগুলোর দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) এই সভা অনুষ্ঠিত হয়।

নতুন পরিচালনা পর্ষদে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। তাকেই দেয়া হয়েছে বিসিবির গুরুত্বপূর্ণ ওয়ার্কিং কমিটির প্রধানের দায়িত্ব।বোর্ডের সহ-সভাপতি হিসেবে থাকছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং বোর্ড পরিচালক শাখাওয়াত হোসেন, যিনি আবার মার্কেটিং বিভাগের দায়িত্বে আছেন।

ক্রিকেট অপারেশন্সের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে আগের মতোই থাকছেন নাজমুল আবেদীন ফাহিম। গেম ডেভেলপমেন্টের প্রধান হিসেবে থাকছেন বোর্ড পরিচালক ইশতিয়াক সাদেক।

অন্যদিকে, বিসিবির মিডিয়া কমিটি পেয়েছে নতুন অভিভাবক, এর প্রধান হয়েছেন আমজাদ হোসেন। হাই পারফরম্যান্স (এইচপি) কমিটির দায়িত্বে আছেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাককে দেয়া হয়েছে বিসিবির নারী উইংয়ের প্রধানের দায়িত্ব।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন যারা, তাদের মধ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বোর্ড পরিচালক আসিফ আকবর পেয়েছেন বয়স ভিত্তিক ক্রিকেটের দায়িত্ব। এছাড়া ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান হয়েছেন শাহনিয়ান তানিম নাভিন এবং সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে থাকছেন মেহরাব আলম চৌধুরী।

বোর্ডের প্রধান হিসেবে আমিনুল ইসলাম বুলবুল আবার গ্রাউন্ডস কমিটির প্রধানের দায়িত্বেও থাকছেন। আম্পায়ারস কমিটির দায়িত্বে আগেরবারের মতোই এবারও থাকছেন ইফতেখার রহমান মিঠু।

সর্বাধিক পঠিত


ভিডিও