আফগানিস্তানের দেওয়া ১৯১ রানই করতে পারল না বাংলাদেশ। সহজ লক্ষ্যে রীতিমতো ধসে পড়ল বাংলাদেশের ব্যাটিং। দ্বিতীয় ওয়ানডেতে ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ৮১ রানের বড় ব্যবধানের জয় তুলে নেয় আফগানিস্তান এবং তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিজেদের করে নেয়।