ক্রিস্তিয়ানো রোনালদো আবারও লিখলেন নতুন ইতিহাস। বিশ্বকাপ বাছাইপর্বে দুটি গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেন তিনি। তবে তার সেই ঐতিহাসিক রাতটি শেষ পর্যন্ত জয়ে রূপ নিতে পারল না— হাঙ্গেরির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পর্তুগাল।ম্যাচে মার্কো রোসির অধীনে দুর্দান্ত সূচনা করে হাঙ্গেরি। ম্যাচের অষ্টম মিনিটেই দমিনিক সোবোসলাইয়ের নিখুঁত কর্নার থেকে আতিলা স্যালাইয়ের গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। তবে ১৪ মিনিট পরই জবাব দেন রোনালদো। নেলসন সেমেদোর পাস থেকে কাছাকাছি দূরত্বে শট নিয়ে সমতা ফেরান তিনি। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে নুনো মেন্দেসের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ৪০ বছর বয়সী তারকা। দ্বিতীয়ার্ধে পর্তুগাল আরো কয়েকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও ভাগ্য সহায় হয়নি। রুবেন দিয়াজ ও ব্রুনো ফার্নান্দেজের শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে, হাঙ্গেরির স্যালাইও আবার গোলের কাছাকাছি যান, কিন্তু তাঁর হেড ক্রসবারে লাগে। শেষ মুহূর্তের নাটকীয়তায় ৯১তম মিনিটে সোবোসলাইয়ের কাছাকাছি শট জালে জড়ালে হাঙ্গেরি পায় সমতা, আর পর্তুগালের জয়ের স্বপ্ন ভেঙে যায়। এই ড্রয়ের ফলে ২০২৫ নেশনস লিগজয়ী পর্তুগালের টানা ছয় ম্যাচের জয়ের রেকর্ড থেমে গেলেও, তারা এখনো গ্রুপ ‘এফ’-এর শীর্ষে রয়েছে। তবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে রোনালদোদের অপেক্ষা করতে হবে পরের মাস পর্যন্ত।
রোনালদোর রেকর্ড রাত্রি
এই ম্যাচে রোনালদো বিশ্বকাপ বাছাইপর্বে নিজের গোল সংখ্যা ৪১-এ নিয়ে যান। যা ইতিহাসে সর্বোচ্চ। তিনি গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজকে (৩৯ গোল) পেছনে ফেলেছেন। এ ছাড়া চলতি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে তার গোল এখন পাঁচটি, যা পর্তুগালের হয়ে সর্বাধিক। ৭৮ মিনিট মাঠে থেকে সাতটি শট নেন রোনালদো—ম্যাচে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।