উত্তর-পশ্চিম লন্ডনের ওয়েম্বলিতে অবস্থিত বিশ্বখ্যাত সুইডিশ আসবাব প্রস্তুতকারক প্রতিষ্ঠান আইকিয়া (IKEA)-এর শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই প্রায় ২৫০ জন ক্রেতা ও কর্মচারীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড (LFB)।
দমকল বিভাগ জানায়, শোরুমের ছাদে স্থাপিত প্রায় ১০০টি সোলার প্যানেলে আগুন ধরে যায়। খবর পেয়ে পাঁচটি ফায়ার ইঞ্জিন ও প্রায় ৩০ জন দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে তারা ঘটনাস্থলে থেকে ‘ড্যাম্পিং ডাউন’ বা আগুন সম্পূর্ণ নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটের কিছু পর, যখন ফায়ার ব্রিগেডে প্রায় এক ডজন ফোনকল আসে। দ্রুতই পার্ক রয়্যাল, ওয়েম্বলি, উইলসডেন এবং নর্থ কেনসিংটন স্টেশন থেকে ফায়ার টিম ঘটনাস্থলে পৌঁছে যায়।
দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি, এবং সবাইকে দ্রুতই ভবন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সোলার প্যানেলে বৈদ্যুতিক ত্রুটির কারণে ঘটতে পারে।
আইকিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “গ্রাহক ও কর্মীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সবাই নিরাপদে আছেন এবং আমরা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।”
বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে এবং তদন্তকারীরা অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করছেন।