খেলাধুলা

লা লিগায় নাম লেখালেন বাংলাদেশের জিদান মিয়া

127_Screenshot_20210828-165524_All Newspapers.jpg

 


‘জিনেদিন জিদান ছিলেন পছন্দের ফুটবলার। তার নামানুসারেই ছেলের নাম রাখি।’- গত বছর একটি ফেসবুুক লাইভ অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন ইংল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটলার জিদান মিয়ার বাবা সুফিয়ান মিয়া। ছেলেকে নিয়ে এবার সুসংবাদ দিলেন তিনি। স্প্যানিশ লা লিগায় নাম লিখিয়েছেন জিদান।
লা লিগার দল রায়ো ভায়োকানোতে যোগ দিয়েছেন জিদান মিয়া। মাদ্রিদভিত্তিক স্পোর্টস ম্যানেজম্যান্ট এজেন্সি অ্যান্থেম স্পোর্টস তার চুক্তির বিষয়টি নিশ্চিত করে একটি টুইট করে। সেই পোস্টে তারা জানায়, ‘প্রথম বাংলাদেশি হিসেবে জিদান মিয়াকে লা লিগায় চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত। চুক্তির আগে রায়ো ভায়োকানোর অ্যাকাডেমিতে ২ মাস ছিল জিদান। সেখান থেকে ট্রায়ালে সুযোগ পায় সে।

রায়ো ভায়োকানোর পরিচালককে ধন্যবাদ।
মরিস পানেইলো নামের এক ফুটবল এজেন্ট জিদানের চুক্তির বিষয়ে কাজ করেছেন। তবে জিদান মিয়া প্রথম মৌসুমে ভায়োকানোর মূল দলে খেলবেন নাকি ‘বি’ দলে থাকবেন- তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
জিদান ২০০১ সালের ৭ই মার্চ লন্ডনে জন্মগ্রহণ করেন। তার ফুটবলের হাতেখড়ি ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের অ্যাকাডেমিতে। সেখানে দুই বছর প্রশিক্ষণ নেয়ার পর জিদান খেলেছেন বেশ কয়েকটি যুব দলে। ইংল্যান্ড, ওয়েলস ছাড়াও খেলেছেন ডেনমার্ক, স্পেন, হংকং এবং থাইল্যান্ডে।
পেশাদার ফুটবলার হওয়ার লক্ষ্যে ২০১২ সালের ডিসেম্বরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। খেলেছেন ইংলিশ ক্লাব ব্রমলি এফসি ও এফসি ডালাসে।
জিদান মিয়া বাংলাদেশ ফুটবল জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন আগেই। গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ব্যস্ততার কারণে বাংলাদেশের ফুটবল সম্পর্কে তেমন খোঁজ রাখতে পারিন। বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা রয়েছে। আমার সঙ্গে এখনও যোগাযোগ করা হয়নি। তবে করা হলে ইচ্ছা আছে দেশের হয়ে মাঠে নামার।’
এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলে যোগ দিয়েছেন চার জন প্রবাসী ফুটবলার। অধিনায়ক জামাল ভূঁইয়ার পর লাল সবুজ জার্সি গায়ে জড়ান তারিক কাজী। এরপর সদ্যই জেমি ডে’র দলে ডাক পেয়েছেন কানাডা প্রবাসী রাহবার খান স্মরণ এবং ফ্রান্স প্রবাসী নায়েব তাহমিদ ইসলাম। অদূর ভবিষ্যতে দেখা যেতে পারে জিদান মিয়াকেও।
জিদান মিয়া ছাড়াও আরও কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার মাতাচ্ছেন বিদেশের ক্লাবগুলো। তাদের মধ্যে আলোচনার শীর্ষে হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লীগে লেস্টার সিটির হয়ে খেলছেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার ক্যানবেরা একাডেমির হয়ে খেলছেন ২১ বছর বয়সী তরুণ ডিফেন্ডার রিদওয়ান হান্নান। ইউক্রেনের বাংলাদেশি বংশোদ্ভূত ফরিদ আলী খেলছেন পোল্যান্ডের সেকেন্ড ডিভিশনে।
সামিত বোস খেলছেন মেজর লীগের কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়াল ইম্প্যাক্টের হয়ে। এই ফুটবলার এমএলএসে খেলা প্রথম বাংলাদেশি।

সর্বাধিক পঠিত


ভিডিও