
এশিয়া কাপ রাইজিং স্টারস তথা এমার্জিং এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কাতারের দোহায় সেমিফাইনালে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৪ রান করে। জবাবে ভারতও ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে।
তাতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ভারত আগে ব্যাট করতে নেমে পর পর দুই বলে ২ উইকেট হারিয়ে কোনো রান করতে পারে না। বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রথম বলে উইকেট হারায়। তবে পরের বলটি ওয়াইড হলে জয় নিশ্চিত হয়, নিশ্চিত হয় ফাইনাল।
ফাইনালে রোববার শ্রীলঙ্কা অথবা পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।