
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাক যুবারা। দুর্দান্ত ব্যাটিং সামির মিনহাজের এবং বল হাতে আলি রাজার তাণ্ডব। এই দুয়ে মিলে ভারতের ওপর দাপুটে জয় তুলে নিল পাকিস্তান। আজ দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনালে ভারতের মতো শক্তিশালী দলকে রীতিমতো নাকানিচুবানি খাইয়ে ছেড়েছে পাকিস্তানি যুবারা। টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তুলোধুনো করেন সামির মিনহাজ। ১১৩ বলে ১৭২ রান করেন মিনহাজ। তার এই ব্যাটিং তাণ্ডবের পর পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের পাহাড় গড়ে। জবাবে ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারত। আলি রাজার ৪ উইকেট নেন।