
গুঞ্জন ছিল প্রত্যাশামতো পারফরম্যান্স করতে না পারায় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের চাকরি হারাতে পারেন জাবি আলোনসো। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলোনসোকে বরখাস্ত করে স্প্যানিশ ক্লাবটি। একই সঙ্গে নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়াকে দায়িত্ব দেয় তারা।
অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি চলে যাওয়ার পর গত বছরের জুনে রিয়ালের দায়িত্ব নেন ক্লাবটির সাবেক খেলোয়াড় আলোনসো। বায়ার লেভারকুসেনকে যেমন সাফল্য এনে দিয়েছেন আলোনসো, সেটার অনুবাদ রিয়ালে করতে পারছিলেন না। ফলে বেশ কিছুদিন ধরেই চাকরি হারানোর শঙ্কায় ছিলেন তিনি, যা বাস্তবে রূপ নিয়েছে।
আলোনসোকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে ক্লাবটি লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ জানাচ্ছে যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মূল দলের কোচ হিসেবে জাবি আলোনসোর অধ্যায় এখানেই শেষ।’
আরেক বিবৃতিতে নতুন কোচের নাম প্রকাশ করে রিয়াল। তারা লিখে, ‘রিয়াল মাদ্রিদ ঘোষণা করছে যে আলভারো আরবেলোয়া মূল দলের নতুন কোচ হচ্ছেন।’আলোনসোর অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচ খেলে ২৪টিতে জিতেছে রিয়াল। ড্র করেছে ৪টি, হেরেছে ৬টি। লা লিগায় ১৯ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে আছে রিয়াল, শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে ৪ পয়েন্টে। বার্সেলোনার পয়েন্ট ৪৯, রিয়ালের ৪৫।