কানাডা

কানাডায় অভিবাসনের বড় সুযোগ!

4113_download.jpg

কানাডায় ১০ লাখের বেশী চাকরির সুযোগ রয়েছে। ২০২১ সালের মে মাস পর্যন্ত ৩ লাখ চাকরির পদ শূন্য ছিল। সে সংখ্যা বেড়ে ১০ লাখ ছাড়িয়েছে।এ বছরের মে মাসের ‘লেবার ফোর্স সার্ভে’ বলছে কানাডায় বর্তমান কর্মজীবীদের বয়স বাড়ছে। চাকরিজীবীদের একটি বড় অংশ অবসর নিতে যাচ্ছেন। এ পরিস্থিতিতে বাড়ছে কানাডায় অভিবাসনের সুযোগ।

সম্প্রতি কানাডা সরকার দেশটির ইতিহাসে সবচেয়ে বেশী সংখ্যক অভিবাসীকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিচ্ছে। সিআইসি নিউজ এর প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালের মধ্যে কানাডা চার লাখ ৩০ হাজার স্থায়ী অভিবাসী নিবে।কানাডায় বর্তমানে বেকারত্বের হার অনেক কম। কাজের সুযোগ সে তুলনায় বেশী। অভিবাসীরা সে শূন্য পদগুলোতে কাজ করতে পারেন।

আরেকটি জরিপে দেখা যাচ্ছে নির্দিষ্ট কিছু স্টেটে কাজের সুযোগ অনেক বেশী। এপ্রিল মাসে আলবার্টা বা ওন্টারিওতে বেকারত্বের হার ছিল ১.১%। মার্চ মাসে বেকারত্ব ছিল ১.২%, তার আগে এ হার ছিল ২.৪%।পেশাজীবী, প্রযুক্তি সার্ভিস, পরিবহন, আর্থিক খাত এবং ইন্সুরেন্স এবং রিয়েল স্টেট খাতে রেকর্ড সংখ্যক পদে চাকরির সুযোগ আছে।

নির্মাণ শিল্পে এপ্রিলে পদ খালি ছিল ৮ লাখ ৯৯ হাজার। ‘লজিং এন্ড ফুড সার্ভিস’ এ নোভা স্কটিয় এবং ম্যানিটোবায় মে মাসে খালি পদ ছিল এক লাখ ৬১ হাজার। ১০ শতাংশ হারে শূন্য পদের সংখ্যা বাড়ছে।কারণ নতুন চারকরিপ্রার্থীর সংখ্যা দেশটিতে কমছে আবার ৫৫ বছরের বেশী বয়সীর সংখ্যাও বাড়ছে। এ কারণে কানাডার শ্রমবাজারে কর্মীর সংখ্যা ব্যাপকহারে কমছে।

আরবিসি জরিপে বলা হয়েছে, এক তৃতীয়াংশ চাকরিজীবী সময় হওয়ার আগেই অবসর নিচ্ছেন। প্রতি ১০ জন কানাডীয় চাকরিজীবীর তিন জন অবসরের বয়সের কাছাকাছি থাকলেও করোনা মহামারীর কারণে অবসর পিছিয়ে দিয়েছিলেন।২০২০ সালে কানাডার জন্মহার রেকর্ড পরিমাণে কমে হয়েছে ১.৪ শতাংশ।
 

সর্বাধিক পঠিত


ভিডিও