আরব দুনিয়া

যেকোনো ভিসাতেই করা যাবে ওমরাহ

4220_download (18).jpg

ওমরাহপালনে বিদেশিদের জন্য ভিসা ব্যবস্থাপনা আরও সহজ করেছে সৌদি আরব। এখন থেকে ওমরাহ’র জন্য আলাদাভাবেভিসা না নিলেও চলবে।সৌদির হজ ও ওমরাহমন্ত্রণালয় জানিয়েছে, ট্যুরিস্টসহ যেকোনো ধরনের ভিসাতেই সৌদি আরব গেলে ওমরাহ পালন করা যাবে। সেই সঙ্গে পাঁচ বছরের কম বয়সীদের জন্যমক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশে বাড়তি কোনো অনুমতি নিতে হবে না।

সৌদিআরব তাদের নেওয়া ভিশন ২০৩০ সামনে রেখে আমলাতন্ত্রকে সহজ করতে ও হজযাত্রীদের দেশটিতেআরও বেশি আকৃষ্ট করতে এমন বিভিন্ন সুবিধা দেবে আরব নিউজের খবরে বলা হয়েছে। 

বিশ্বের৪৯ দেশের জন্য ট্যুরিস্ট ভিসার সুবিধা দেওয়া হবে বলে সৌদির হজ ও ওমরাহমন্ত্রণালয় জানিয়েছে।  এসবদেশ থেকে অনলাইনে ই-ভিসার জন্যআবেদন করতে পারবেন।

মন্ত্রণালয়বলছে, ই-ভিসার আবেদনেরপর যারা যোগ্য বিবেচিত হবেন তাদের সৌদি বিমানবন্দর থেকেই ট্যুরিস্ট ভিসা দেয়া হবে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং শেনজেন ভিসাধারীরা সৌদি আরবে গিয়ে ঘোরাফেরার পাশাপাশি চাইলে ওমরাহ পালন করতে পারবেন।এমনকি যারা পরিবার ভিসাতে সৌদি যাবেন, তারাও ওমরাহ পালনের জন্য ‘ইতমারনা অ্যাপে’ ওমরাহ পালনের আবেদন করতে পারবেন।

সৌদিরহজ ও ওমরাহ মন্ত্রণালয়আরও জানিয়েছে, এখন থেকে ৫ বছরের কমবয়সী শিশুরা কোনো ধরনের অনুমতি ছাড়াই মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে পারবে। শনিবার এক টুইটে মন্ত্রণালয়জানায়, কোনো অনুমতি ছাড়াই এখন থেকে পিতামাতারা তাদের ৫ বছরের কমবয়সী শিশুদের গ্র্যান্ড মসজিদের ভেতর নিয়ে যেতে পারবেন।

যদিওপাঁচ বছরের বেশি বয়সীদের ‘ইতমারনা অ্যাপের’ মাধ্যমে আবেদন করে পবিত্র এই স্থানটিতে প্রবেশেরঅনুমতি নিতে হবে।

সর্বাধিক পঠিত


ভিডিও