কানাডা

কানাডায় ছুরি-হামলায় নিহত ১০, এটি হৃদয়বিদারক: ট্রুডো

4524_download (3).jpg

কানাডার সাসকাচুয়ানে ছুরি হামলায় অন্তত ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। দুজন ভিন্ন হামলাকারী এই ঘটনার সঙ্গে যুক্ত বলে ধারণা করছে পুলিশ। তাদের ধরতে চিরুনি অভিযান চলছে। রোববার দুটি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের টার্গেট করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। খবর ডয়চে ভেলের।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার ব্ল্যাকমোর জানান, হতাহতরা অন্তত ১৩টি জায়গায় পড়েছিলেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে দুই এলাকায় হামলা হয়েছে সেখানে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ থাকেন। তারা মূলত কৃষি, শিকার, মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এই ঘটনার পর সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সাসকাচুয়ানের বাসিন্দাদের অন্যত্র আশ্রয় নিতে বলা হয়েছে। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তিনি বলেন, যারা তাদের আপনজনকে হারিয়েছেন এবং যারা আহত, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৬ টার দিকে প্রথমে ফোন আসে। এরপরই বিভিন্ন জায়গা থেকে ফোনে ছুরিকাঘাতের খবর আসতে থাকে। কর্তৃপক্ষের ধারণা, কিছু মানুষকে আগে থেকে চিহ্নিত করে ছুরি মারা হয়েছে। বাকিদের নির্বিচারে মারা হয়েছে।

পুলিশ দুই অভিযুক্তের খোঁজে নেমে পড়েছে। তাদের নাম ড্যামেয়িন এস এবং মাইলস এস বলে জানানো হয়েছে। তারা একটা কালো রঙের নিসান গাড়ি চালাচ্ছিল। পুলিশ জানিয়েছে, সন্দিগ্ধ কাউকে দেখলে সঙ্গে সঙ্গে যেন তাদের খবর দেয়া হয়। বিশাল এলাকা জুড়ে পুলিশ ওই দুইজনের খোঁজ করছে।

এর আগে ২০২০ সালে কানাডার নোভা স্কটিয়াতে এক বন্দুকধারী ১২ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে মোট ১৩ জনকে হত্যা করেছিল। ২০১৭ সালের জানুয়ারিতে কুইবেক সিটি মসজিদে একজন গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করে। ২০১৪ সালে এডমন্টনে একজন তার স্ত্রী সহ আটজনকে হত্যা করে আত্মঘাতী হয়। ১৯৮৯ সালের ডিসেম্বরে এক বন্দুকধারী ১৪ জন শিক্ষার্থীকে হত্যা করে।

কানাডায় হামলা ভয়াবহ-হৃদয়বিদারক: জাস্টিন ট্রুডো
কানাডার কেন্দ্রীয় সাস্কাচেওয়ান প্রদেশে অতর্কিত ছুরি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই ঘটনাকে ভয়াবহ এবং হৃদয় বিদারক বলে উল্লেখ করেছেন তিনি। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামলায় এখন পর্যন্ত ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এক টুইট বার্তায় ট্রুডো বলেন, সাস্কাচেওয়ানে আজকের হামলার ঘটনা ভয়াবহ এবং হৃদয়বিদারক। এই ভয়াবহ হামলায় আমি হতবাক ও বিধ্বস্ত। এই হামলার পেছনে দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। হতাহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

রেড ইন্ডিয়ান আদিবাসী প্রধান এলাকা জেমস স্মিথ ক্রি নেশন প্রদেশের মোট ১৩টি ভিন্ন ভিন্ন জায়গায় ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। শিকার আহত ও নিহত ব্যক্তিদের পাওয়া গেছে। দুই সন্দেহভাজন একটি প্রদেশের মোট ১৩ জায়গায় হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ইতোমধ্যেই ৩১ বছর বয়সী ডেমিয়েন স্যান্ডারসন এবং ৩০ বছর বয়সী মাইলস স্যান্ডারসন নামে দুই সন্দেহভাজনের নাম ঘোষণা করেছে। তাদেরকে সশস্ত্র, পলাতক এবং বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে।

রোববার স্থানীয় সময় সাড়ে ৫টার দিকে সাসকাচোয়ান প্রদেশের রাজধানী রেজিনা থেকে পুলিশের কাছে প্রথম জরুরি ফোন কল আসে। এরপর সাহায্য চেয়ে একের পর এক ফোন আসতে থাকে।

সন্দেহভাজনদের শেষবার রোববার দুপুরের খাবারের সময় রেজিনাতে দেখা গেছে। প্রদেশের বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। বিশাল এলাকাজুড়ে ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ এক টুইট বার্তায় বলেছে, নিরাপদ স্থান ছেড়ে কোথাও যাবেন না। কাউকে বাসায় ঢুকতে দেওয়ার আগে সাবধান হন।

বিভিন্ন জায়গায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। পুলিশ ভ্রমণকারীদের পরিচয়পত্র পরীক্ষা করছে। গাড়ির চালকদের অপরিচিত কাউকে গাড়িতে লিফট না দেওয়া জন্য অনুরোধ করা হয়েছে।জেমস স্মিথ ক্রি নেশনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আদিবাসী সম্প্রদায় প্রধান এলাকাটিতে দুই হাজারের মতো বাসিন্দা রয়েছে।

সাস্কাচেওয়ান এবং এর পার্শ্ববর্তী ম্যানিটোবা ও আলবার্টা প্রদেশের সব মোবাইল ফোনে বিপজ্জনক ব্যক্তি বিষয়ক সতর্কতা পাঠানো হয়েছে। এই অঞ্চলটির আয়তন পুরো ইউরোপের অর্ধেকের মতো।

রোববার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, আহত আরও ব্যক্তি থাকতে পারে যারা নিজেরাই হাসপাতালে গেছে। তাদেরকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।পুলিশ বলছে, হামলার শিকার কিছু ব্যক্তি ওই দুই সন্দেহভাজনের লক্ষ্যবস্তু ছিল। অন্যরা এলোমেলোভাবে আক্রমণের শিকার বলে মনে করা হচ্ছে।যে জায়গায় হামলাগুলো হয়েছে সেগুলো কানাডার খুব শান্তিপূর্ণ গ্রামাঞ্চল। সেখানে এরকম হামলা পুরো দেশের মানুষকে বিস্মিত করেছে।

সর্বাধিক পঠিত


ভিডিও