কানাডার অন্টারিও প্রদেশে প্রায় ৫৫ হাজার শিক্ষার্থী কর্মবিরতির ডাক দিয়েছে। এসব শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি চাকরি করে। অন্টারিও সরকার এই সপ্তাহে তাদের ওপর একটি চুক্তি আরোপ এবং ধর্মঘট নিষিদ্ধ করে আইন পাস করেছে। এমন পদেক্ষেপেই শিক্ষার্থীরা ধর্মঘট কর্মসূচি পালন করছে। শনিবার (৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডের ডানপন্থি সরকার বিল ২৮ নামের দ্য কিপিং স্টুডেন্টস ইন ক্লাস অ্যাক্ট পাস করেছে।কানাডার সংবাধানের নিয়ম অনুযায়ী, প্রদেশগুলো চাইলে পাঁচ বছরের জন্য কিছু ধারা স্থগিত করতে পারে।
প্রদেশেটির এই আইনের ফলে বিভিন্ন ক্ষেত্রে যেসব শিক্ষার্থীরা কাজ করেন তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাছাড়া এটি সব ধরনের কর্মীদের ওপর আঘাত বলে মনে করা হচ্ছে।
তাদের প্রতিবাদে অন্টারিওজুড়ে এরই মধ্যে শত শত স্কুল বন্ধ হয়ে পড়েছে। একটি কর্মচারী ইউনিয়ন সতর্ক করে জানিয়েছে, স্কুলের সহায়তা কর্মীরা শিগগিরই চাকরিতে ফিরে আসবে না।
ধর্মঘটকারীরা শুক্রবার অন্টারিও সরকারি অফিস ও কুইন্স পার্ক নামে পরিচিত টরন্টোর প্রাদেশিক আইনসভার বাইরে সমাবেশ করে। এ সময় ব্যানার হাতে তাদের স্লোগান দিতে দেখা যায়।