খেলাধুলা

ইংলিশদের কাছে সিরিজ হার বাংলাদেশের

6109_355542-c8fe2607a7c1dcb9417ad2296aed19a4.jpg

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১৩২ রানে হারিয়েছে ইংল্যান্ড। তাতে ঘরের মাঠে স্বাগতিকদের টানা সিরিজ জয়ে ছেদ টেনে দিয়েছে সফরকারী দল। 

৩২৭ রানের লক্ষ্যে ৯ রানে ৩ উইকেট পড়ে যাওয়াই কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের। সাকিব-তামিম ৭৯ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। কিন্তু সেই জুটিতে পর্যাপ্ত বারুদ ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে রান রেটের চাপ। লম্বা ইনিংস খেলতে না পারার ব্যর্থতায় ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে গেছে স্বাগতিক দল।  

তামিমের বিদায়ের পর চাপের মাঝে ফিফটি করে আরেকটি জুটি গড়ে ক্ষীণ আশাটা জিইয়ে রেখেছিলেন সাকিব। তাকে যোগ্য সঙ্গ দেন মাহমুদউল্লাহ। কিন্তু ব্যক্তিগত ৫৮ রানে সাকিব সহজ ক্যাচে পরিণত হলে সেখানেই কক্ষপথচ্যুত হয়ে যায় বাংলাদেশ দল। আফিফ হোসেন, মাহমুদউল্লাহও প্রতিশ্রুতিশীল কিছু করতে পারেননি। একের পর এক ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ ৪৪.৪ ওভারে থেমেছে রানে ১৯৪।  

বাংলাদেশকে শুরুতে বিপদে ফেলতে বড় অবদান ছিল স্যাম কারানের। ইংলিশ পেসার ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন। তার পর বাকি সর্বনাশ করেছেন লেগস্পিনার আদিল রশিদ। তিনি ৪৫ রানে বাকি ৪টি উইকেট নিয়েছেন। একটি নিয়েছেন মঈন আলী।

এর আগে শুক্রবার মিরপুর শেরে বাংলায় দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৬ রান তোলে ইংল্যান্ড। ধীরগতির শুরুর পর দলীয় ২৫ রানে তাসকিনের বলে ফিরেন ফিল সল্ট (৭)।

প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালানকে আজ ১১ রানেই থামান মেহেদি মিরাজ। জেমস ভিন্সকে (৫) থামান তাইজুল। তবে থামানো যায়নি ওপেনার জেসন রয়কে। তবে জেসন রয়কে থামানো যাচ্ছিল না। ৫৪ বলে পূরণ করেন ফিফটি। এরপর ১০৪ বলে ১২ চার ১ ছক্কায় তুলে নেন ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি। এরপর তিনি আরও বিস্ফোরক হয়ে ওঠেন।

অবশেষে ৩৬তম ওভারে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। আউট হওয়ার আগে ১২৪ বলে ১৮ চার ১ ছক্কায় জেসন রয় করেন ১৩২ রান।

এরই সঙ্গে ভাঙে অধিনায়ক জস বাটলারের সঙ্গে তার ৯২ বলে ১০৯ রানের চতুর্থ উইকেট জুটি। এরপর উইকেটে এসেই তাসকিনের বলে সাকিবের তালুবন্দি হয়ে ফিরেন উইল জ্যাকস (১)। ৫০ বলে ফিফটি পূরণ করেন বাটলার। ৬৪ বলে ৫ চার ২ ছক্কায় ৭৬ রান করা ইংলিশ অধিনায়ককে দুর্দান্ত এক ফিরতি ক্যাচে থামান মিরাজ। ৪৮তম ওভারে ইংলিশদের স্কোর তিনশ ছাড়িয়ে যায়। তাসকিনের শিকার হওয়ার আগে ৩৫ বলে ৪২ রান করেন মঈন আলী। শেষদিকে স্যাম কারেন খেলেন  ১৯ বলে ২ চার ৩ ছক্কায় অপরাজিত ৩৩* রানের বিস্ফোরক ইনিংস। ৬৬ রানে ৩ উইকেট নেন তাসকিন। মিরাজ নিয়েছেন ৭৩ রানে ২টি। সাকিব-তাইজুল নিয়েছেন ১টি করে। ৬৩ রান দিয়েও উইকেটশূন্য মুস্তাফিজ।

সর্বাধিক পঠিত


ভিডিও