খেলাধুলা

সিলেট স্টেডিয়ামে একটি গ্যালারীর নামকরন “প্রবাসী গ্যালারী” দাবী নিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

6697_efdb12ca-2313-4337-91eb-7c305e83379d.jpeg

বাংলাদেশ  ক্রীড়া পরিষদ ইউকের দীর্ঘ দিনের দাবী সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারীর নামকরন “প্রবাসী গ্যালারী’র জন্য দাবী জানিয়ে আসছে।এই দাবিটির চুড়ান্ত বাস্তবায়নের জন্য গত ১লা জুন বৃহস্পতিবার বেলা ১ঘটিকায় বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে সহকারী হাইকমিশনার মো: আলীমুজ্জামানের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।পাশাপাশি বিলেতে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব বাংলাদেশ ক্রীড়া পরিষদের এই দাবিটির সাথে একাত্মতা প্রকাশ করে তাঁরাও ঐদিন প্রধানমন্ত্রীর বরবার দাবীটি বাস্তবায়নের জন্য বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে। 
উভয় স্মারকলিপিটি সহকারী হাইকমিশনার মো: আলীমুজ্জামানের হাতে তুলে দেন, বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের সাবেক সভাপতি সাব্বির হোসাইন,সহ-সভাপতি এবং বাংলা ভয়েস সম্পাদক মুহাম্মদ মারুফ,সহ সভাপতি নাসির উদ্দিন হেলাল,সদস্য সচিব সাহিদুর রহমান সুহেল,মহিলা সম্পাদিকা ফাহিমা রহিম,সদস্য আব্দুর রহমান সেলিম এবং সাংবাদিক ও পরিষদের সদস্য মোর্শেদ চৌধুরী।

সংগঠনের সবাই স্মারকলিপি হস্তান্তরের আগে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন,বিলেতে বাংলাদেশীদের ধারাবাহিক অবস্থান এখন তৃতীয়-চতুর্থ প্রজন্ম পর্যন্ত। শিকড়ের প্রতি টান, দেশ-মাতৃকার প্রতি ভালবাসা অন্যান্য অনেক জাতি-গোষ্টি থেকে বাংলাদেশী বংশোদ্ভূতরা অনন্য। হাজার বছরের বাঙালীর ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক কর্মকান্ড-তৎপরতা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত পৌঁছে দিতে বিলেতের প্রবাসীরা সেই সূচনাকাল থেকেই ছিলেন তৎপর, সচেতন ও সজাগ। সেই ধরাবাহিকতা রক্ষায় পুরানো দিনের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে বার্মিংহামে খোলা মাঠে প্রতি বছর বাংলাদেশী ক্রীড়া মেলার আয়োজন করি।যাহা  বাংলাদেশের বাহিরে এমন বৃহত আয়োজন দ্বিতীয়টি নেই।

ক্রীড়ামেলার মূল উদ্দেশ্য বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের বিলুপ্ত ও বিলুপ্ত-প্রায় ঐতিহ্যের অনেক খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের পুনঃ প্রচলন ও সেসবের প্রতি আগ্রহ জাগরণ। বিশেষ করে ব্রিটিশ-বাংলাদেশী নতুন প্রজন্মের 
কাছে আমাদের শেকড়ের সেতুবন্ধন রচনায় ক্রীড়া মেলার আয়োজন করে থাকি।

২০১০ সালে প্রতিষ্টিত বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে সিআইসি “দেহ-মনের সুস্হতা ক্রীড়া”শ্লোগানকে ধারন সহ দেশ -বিদেশে প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। শুরু থেকে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামকে আন্তর্জাতিক করনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিশ্বের সর্বোচ্ছ ক্রিকেট সংস্হা আইসিসির সাথে সমন্বয় রেখে আন্তর্জাতিক করনে সবচেয়ে বেশী ভুমিকা রেখেছে।
এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারী”প্রবাসী গ্যালারী” নামকরনের জন্য যা দেশের অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ক্ষেত্রে সমান দাবী নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন তাহারা।

ক্রীড়া পারিষদের সদস্য সচিব সাহিদুর রহমান সুহেল জানান,ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরকারের নানান মহল সহ ক্রীড় প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপির নজরে আনা সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের সাথে ২০১৯ সালে ইংল্যান্ডের টন্টোনে বৈঠক সহকারে বাংলাদেশ মহিলা ক্রিকেট বোর্ডের সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেলের কাছে ২৩/০২/২০১৯ সালে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে উনার কাছে লিখিত দাবী জানান।
সবাই আমাদেরকে আশ্বাস প্রদান করলেও মূলত কেউ দাবিটির কার্যকরীতা গ্রহন না করায় আজ আমরা প্রধানমন্ত্রীর নজরে আমাদের প্রবাসীদের এই প্রানের দাবী নিয়ে প্রধানমন্ত্রীকে এই বিষয়ে উদ্যেগ নেয়ার আহ্বান করেছি।
আশাকরি প্রবীসীদের দেশ প্রেম সহ দেশের অর্থনীতিকে সচল রাখার প্রধান মেরুদন্ডদের দাবী সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে যে কোন একটি গ্যালারী “প্রবাসী গ্যালারী”নামের বাস্তবায়ন করে প্রবাসীদেরকে মুল্যায়ন করতে প্রধানমন্ত্রী এবং তার সরকার কার্যকরী ভুমিকা গ্রহন করবেন।
স্মারকলিপিটি গ্রহন করে সহকারী হাই কমিশনার মো: আলীমুজ্জামান স্মারকলিপি দু’টো সানন্দে গ্রহন করে
জানান,প্রবাসীদের এই যৌক্তিক দাবী সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী নজরে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করবেন। ক্রমাগত এই চেষ্টা অব্যাহত রাখার অনুরোধ করে বলেন এতে প্রবাসী এবং বাংলাদেশের জন্য আনন্দের ঘটনা হবে।

সর্বাধিক পঠিত


ভিডিও