খেলাধুলা

বার্সাতেই ফিরছেন মেসি!

6723_IMG_3380.jpeg

নাটকীয় মোড় নিয়েছে মেসির দলবদলের আলোচনায়। লা লিগা থেকে অর্থনৈতিক কাঠামো পরিকল্পনার অনুমোদন পাওয়ার দিনে মেসির বাবার সাথে আলোচনায় বসেছিলেন বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। একই দিন প্যারিসে পা রেখেছে সৌদি ক্লাব আল হিলালের প্রতিনিধি দল।

দিন গড়িয়ে সপ্তাহ, মাস পেরিয়ে বছর। বার্সেলোনা সমর্থকদের এখনও পোড়ায় চোখের জলে মেসির বিদায়। হয়তো পোড়ায় লিওনেল মেসিকেও। তাইতো ফিরে আসতে চান চেনা আঙিনায়।

সোমবার (৫ জুন) নাটকীয় মোড় নিয়েছে মেসির ভবিষ্যত গন্তব্যে। কেটে গেছে বার্সেলোনার অর্থ সঙ্কট। ক্লাবটির প্রস্তাবিত আর্থিক পরিকল্পনা অনুমোদন দিয়েছে লা লিগা। তাতেই সৌদির সঙ্গে পাল্লা দিতে মাঠে নেমে পড়েছে কাতালান জায়ন্টরা।

বিরহ শেষে মিলনের আশা দেখাচ্ছেন আলোচিত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও। জানিয়েছেন, সৌদির বিলিয়ন ডলারের লোভনীয় প্রস্তাব সত্তেও এখনও মেসির প্রথম পছন্দ ন্যু ক্যাম্প।

মেসির বাবা হোর্হে মেসি বলেন, লিও বার্সেলোনায় ফিরতে চায়। আমিও চাই সে ফিরে আসুক। শুধু বলতে পারি, আমরা আত্মবিশ্বাসী। নিশ্চয়ই বার্সেলোনা একটা অপশন। খুব দ্রুতই সব জানতে পারবেন।

লা লিগা থেকে গ্রিন সিগনাল পাওয়ার দিনে বার্সেলোনায় ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সাথে আলোচনায় বসেছেন মেসির বাবা হোর্হে মেসি। বেশ ফলপ্রসূও নাকি হয়েছে বৈঠক।

এদিকে, মেসির সাথে রেকর্ডময় চুক্তি করতে সোমবার প্যারিসে পৌঁছেছেন আল হিলালের উর্ধ্বতন কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক আল হিলালের ঘনিষ্ঠসূত্র জানায়, একটাই লক্ষ্য নিয়ে প্যারিসে এসেছে সৌদি প্রতিনিধি দলটি। মেসির সঙ্গে চুক্তি একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে মেসি তা স্বাক্ষর করবে এবং এ সপ্তাহেই আনুষ্ঠানিক ঘোষণা দিবে আল হিলাল। এদিকে, মেসির যাওয়া না যাওয়ার গুঞ্জনের মাঝেই কারিম বেনজেমাকে দলে টেনেছে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তেহাদ।

সর্বাধিক পঠিত


ভিডিও