কানাডা

কানাডায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬

7223_IMG_5144.jpeg

কানাডার আলবার্টায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশের বরাতে আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

কানাডার পুলিশ জানায়, উড়োজাহাজটি একজন পাইলট এবং পাঁচজন যাত্রী নিয়ে স্থানীয় সময় শুক্রবার রাতে শহরের পশ্চিমে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং ব্রিটিশ কলাম্বিয়ার স্যামন আর্মের দিকে রওনা হয়।

বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির সন্ধানে রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের একটি হারকিউলিস উড়োজাহাজ পাঠানো হয়। পরে তারা সেটিকে ক্যালগারি থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে মাউন্ট বোগার্ট এলাকায় খুঁজে পায়।

হারকিউলিসের ক্রু এবং আলবার্টা পার্কস মাউন্টেনের রেসকিউ সদস্যরা নিশ্চিত করেছেন যে, সেখানে কেউ বেঁচে নেই। ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের একজন মুখপাত্র বলেন, এটি এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজ। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

সর্বাধিক পঠিত


ভিডিও