খেলাধুলা

পাকিস্তান ও শ্রীলঙ্কায় চলছে শুদ্ধি অভিযান, বিসিবিতে কী হবে?

8231_IMG_7294.jpeg

বিশ্বকাপে ব্যর্থতার কারণে ব্যাপক শুদ্ধি অভিযান চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। একই অবস্থা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে (এসএলসি)। পিসিবি আইসিসির নিয়মের মধ্যে থেকেই তাদের ক্রিকেট বোর্ড ঢেলে সাজাচ্ছে। 

কিন্তু শ্রীলঙ্কা তাদের ক্রিকেট বোর্ড ঢেলে সাজাতে গিয়ে সরকারের হস্তক্ষেপের কারণে আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়েছে। এখন পর্যন্ত চূড়ান্ত শাস্তি ঘোষণা না হলেও বড় দুঃসংবাদ যে তাদের জন্য অপেক্ষা করছে তা বলাই যায়। 

বিশ্বকাপ চলাকালেই পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজাম উল হক পদত্যাগ করেন। বিশ্বকাপ থেকে দেশে ফিরে স্বেচ্ছায় পদত্যাগ করেন অধিনায়ক বাবর আজম। বাবরের পদত্যাগের দু’দিনের মাথায় টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করে পিসিবি। ইতোমধ্যে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে সাবেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজকে। 

ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ও প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। জোর গুঞ্জন দায়িত্ব পেতে পারেন আরেক সাবেক অধিনায়ক ইউনুস খানও।

এশিয়ার দু’দেশে যখন এমন শুদ্ধি অভিযান চলমান তখন মুখে কুলুপ এঁটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ থেকে ব্যর্থ মিশন শেষে দেশে আসার পরও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কথা বলেনি কেউ।

যদিও বিশ্বকাপের আগেই ওয়ানডের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। যদিও বিশ্বকাপ থেকে ফিরে এখন পর্যন্ত তিনি আর মুখ খোলেননি। ইনজুরির কারণে বিশ্বকাপের শেষ ম্যাচ না খেলেই দেশে ফেরেন তিনি। অন্যদিকে বিশ্বকাপ শেষে চাকরি ছেড়ে ভারত থেকেই নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। চাকরি ছেড়ে দিয়েছেন কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরও। তাই তিনি নিজ দেশ ভারত থেকে বাংলাদেশে ফিরেননি। 

তবে প্রধান কোচ হাথুরুসিংহেকে নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি। গুঞ্জন রয়েছে সরিয়ে দেয়া হতে পারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে। অবশ্য এমন সব এখন পর্যন্ত গুঞ্জনেই সীমাবদ্ধ। কেননা বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি বোর্ড সভাপতি বা কোনো বোর্ড পরিচালককে।

সর্বাধিক পঠিত


ভিডিও